বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হোয়াইটওয়াশ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কী দুর্দান্ত টেস্ট খেলল পাকিস্তান। এমনকি র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল তারা দিন কয়েকের জন্য। সেই পাকিস্তানকে ঘরের মাটিতে পেয়ে তুলোধুনো করে ছাড়ল নিউজিল্যান্ড। গতকাল কিউইরা ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিও জিতে নিল। ১৩৮ রানের বিশাল ব্যবধানের এ জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দিল নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সিডন পার্কে ম্যাচের শেষদিন পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল বিশাল। ৩৬৮ রানের বিশাল ব্যবধান ঘুচানোর দায়িত্ব পড়েছিল আজহার আলিদের উপর। অবশ্য এর চেয়েও বেশি রান করে পাকিস্তানের টেস্ট জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ডই স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকে সিরিজে সমতায় ফেরার। কিন্তু ওয়াগনার (৩ উইকেট), সাউদি (২ উইকেট) ও স্যানটাররা (২ উইকেট) পাকিস্তানের সব বাঁধই ভেঙে দেন প্রবল বন্যার মতোই! সামি আসলাম (৯১ রান) আর আজহার আলির (৫৮ রান) ১৩১ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথ প্রদর্শন করতে পারেনি। এ দুজনের পর পাকিস্তানি ব্যাটিং লাইন দেয়াল থেকে খসে পড়া পুরনো চুনের মতোই খসে পড়তে থাকে। ২৩০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। এর আগে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২৭১ ও ৩১৩ রান করে। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৬ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর