সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টাইগাররা এখন নিউজিল্যান্ডে

ক্রীড়া প্রতিবেদক

অকল্যান্ড থেকে বাসে চড়ে মাশরাফিরা যখন সাংরেই যাচ্ছিলেন, দুই পাশের অপরূপ প্রকৃতি মুগ্ধ করেছে ক্রিকেটারদের। ক্রিকেটাররা বাসে ‘আমরা করবো জয়’ গানটি গাওয়ার পাশাপাশি সেলফোনে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখছিলেন দুই পাশের নজরকাড়া সৌন্দর্য্য। স্থানীয় সময় বিকালে আড়াই ঘণ্টার ভ্রমণ শেষে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের ওয়েংগিরি ডিস্টিংসানস হোটেলে পৌঁছায়। এখানেই ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। টাইগারদের সফর শুরু হবে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে ওয়ানডে দিয়ে। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ৯ দিনের ক্যাম্প করেছে টাইগাররা। ২৩ সদস্যের স্কোয়াড সিডনি পৌঁছায় তিন ধাপে। প্রথম ধাপে ১৩ ক্রিকেটার যান বিপিএলের ফাইনালের আগের দিন। দ্বিতীয় ধাপে ৮ ক্রিকেটার আগের দলের সঙ্গে যোগ দেন বিপিএল ফাইনাল খেলে। তৃতীয় ও শেষ ধাপে মেহেদি মারুফ ও রুবেল হোসেন যোগ দেন। দলটি ৯ দিনের ক্যাম্পে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে মাশরাফিরা ৭ উইকেটে হারিয়েছিল সিডিন সিক্সার্সকে। পরের ম্যাচে অবশ্য সিডনি থান্ডার্সের কাছে হেরে যায় ৬ উইকেটে। হারজিতের স্বাদ নিয়ে টাইগাররা গতকাল সিডনি থেকে সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ শেষে অকল্যান্ড পৌঁছায়। ক্যাম্পের শেষ দিন অবশ্য বৃষ্টিতে অনুশীলন করতে পারেননি মাশরাফিরা। গতকাল বাংলাদেশ সময় সকালে অকল্যান্ড পৌঁছে টাইগারদের ম্যানেজার সাব্বির খান সাফিন বলেন, ‘দলের সব ক্রিকেটার সুস্থ আছেন। সফর নিয়ে ক্রিকেটাররা সবাই আত্মবিশ্বাসী।’ সিডনি থান্ডার্সের কাছে হারের পরও আত্মবিশ্বাসের কথা বলেছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ‘আগের বার সিডনিতে যখন ক্যাম্প করেছিলাম, তখন অনেক বাঙালি আমাদের সমর্থন দিয়েছিল। এবারও দিয়েছে। এটা ভালো লেগেছে। আমরা সিডনিতে যে ক্যাম্প করেছি, সেটা আমাদের কাজে লাগবে বলেই বিশ্বাস। দুটি প্রস্তুতি ম্যাচের একটি জিতলেও আরেকটি হেরেছি। তাতে আমাদের আত্মবিশ্বাসে কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস।’

বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে। বিশ্বকাপ ক্রিকেটে দুটি ওয়ানডে খেলেছিল সেখানে। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে জয় পায়। ৩১৮ রান চেজ করে জয় তুলে নিয়েছিল টাইগাররা। এরপর স্বাগতিক দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে হ্যামিল্টনে। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সাফল্য স্কটিশদের বিপক্ষে ওই জয়। এ ছাড়া ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স আহামরি নয়। সাফল্যের হার শূন্যভাগ। এমন কঠিন পরিস্থিতির বিপক্ষে জোর লড়াই করতে হবে মাশরাফিদের।

সর্বশেষ খবর