শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওয়ানডেতে কুক টেস্টে সেরা অশ্বিন

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে কুক টেস্টে সেরা অশ্বিন

অভিষেক ম্যাচ থেকেই সাফল্যের জোয়ারে ভাসছেন মুস্তাফিজুর রহমান। একের এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু ঘরের মাঠে নয়, দেশের বাইরেও কাটার মাস্টার তার দ্যুতি ছড়িয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে গ্যারি সোবার্স ট্রফি পেয়েছেন।

বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় আনা হয়েছে। এই সময়ের মধ্যে খেলা ৮ টেস্টে ৪৮ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩৬ রানও করেছেন অশ্বিন। তাছাড়া ভারতীয় তারকা এখন আইসিসির বর্ষসেরা টেস্ট বোলারও। ১৯ টি-২০ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। তবে ২০১৬ সালে ১২ টেস্ট খেলে অশ্বিন নিয়েছেন মোট ৭২ উইকেট।

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কুক বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।  ডি কুক গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ১৬ ম্যাচে করেছেন ৭৯৩ রান। সব মিলে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২২টি ওয়ানডে খেলেছেন। করেছেন ১১৭৫ রান। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। এবি ডি ভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন কুক।

গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবীয় ব্যাটসম্যান কার্লোস ব্রাথওয়েটের ১০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসটি সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়েছে। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। সহযোগী দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রান করেছেন। ১৬ ওয়ানডেতে তার মোট রান ৬৯৯। ১৭ টি-২০তে করেছেন ৫৩৩ রান। ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ্-উল-হক। বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস। বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।

স্যার গ্যারি সোবার্স ট্রফি : রবিচন্দ্রন অশ্বিন।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার : রবিচন্দ্রন অশ্বিন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার : কুইন্টন ডি কুক।

বর্ষসেরা ক্রিকেটার (সহযোগী সদস্য দেশ) : মোহাম্মদ শাহজাদ।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার : মুস্তাফিজুর রহমান।

বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ মহিলা ক্রিকেটার : সুজি বেটস।

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : মিসবাহ্-উল-হক।

বর্ষসেরা আম্পায়ার : মারাইস ইরাসমাস।

 

বর্ষসেরা টেস্ট দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জো রুট, অ্যাডাম ভোজেস, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, স্টিভেন স্মিথ।

 

বর্ষসেরা ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জোস বাটলার, মিচেল মার্শ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক,  কাগিসো রাবাদা, সুনীল নারাইন, ইমরান তাহির।

সর্বশেষ খবর