শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
জাতীয় ক্রিকেট

ঢাকা মহানগরকে হারাল ঢাকা বিভাগ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সেখানে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা ব্যস্ত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। জাতীয় দল যখন প্রস্তুতি নিচ্ছে ওয়ানডে, টি-২০ ও টেস্ট খেলার, তখন আড়ালেই চলছে জাতীয় ক্রিকেট লিগ। গতকাল বর্ষীয়ান ক্রিকেটার মোহাম্মদ শরীফের দারুণ বোলিংয়ে তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে ঢাকা বিভাগ। চতুর্থ রাউন্ডের খেলায় ৫ উইকেটে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের ঢাকা মহানগরকে।

ফতুল্লায় প্রথম ইনিংসে মহানগরকে ১৬৬ রানে গুটিয়ে ম্যাচের রশি নিজেদের করে নেয় ঢাকা বিভাগ। জবাবে ঢাকার প্রথম ইনিংসে সংগ্রহ ১৮৭। ২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ফের বিপর্যয়ে পড়ে ঢাকা মহানগর। শরীফ, শাহাদাত রাজি ও তাইবুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানে গুটিয়ে যায় ঢাকা মহানগর। ফলে ঢাকা বিভাগের টার্গেট দাঁড়ায় ১০৫ রান। টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেটে ৬২ রান তোলে। কিন্তু রনির বিধ্বংসী বোলিংয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে ৬৩ রানে খুইয়ে বসে ৫ উইকেট। তখন মনে হচ্ছিল জয় পেতে ঘাম ঝরাতে হবে। কিন্তু তাইবুর রহমান ও জাহিদুজ্জামান অবিচ্ছিন্ন থেকে তৃতীয় দিনেই জয় নিয়ে মাঠ ছাড়েন। তাইবুর অপরাজিত থাকেন ২৭ রানে আর জাহিদ ১৬ রানে।

সর্বশেষ খবর