শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেজবাহই দ্রুততম মানব

ক্রীড়া প্রতিবেদক

মেজবাহই দ্রুততম মানব

১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন মেজবাহ আহমেদ (ডানে) ও রানারআপ রউফ

বাংলাদেশের দ্রুততম মানব হলেন নৌবাহিনীর মেজবাহ আহমেদ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিকেই এ খেতাব জয় করেন মেজবাহ। ১০০ মিটার স্প্রিন্টে এটি তার পঞ্চম শিরোপা। তিনটি জাতীয় প্রতিযোগিতা, একটি সামার ও একবার বাংলাদেশ গেমসে অ্যাথলেটিক্সে এই অ্যাথলেট এর আগে সোনা জেতেন। ২০১৩ সাল থেকেই মূলত এই ইভেন্টে সেরা হয়ে আসছেন মেজবাহ।

সোনা জিতলেও টাইমিংয়ে সে অর্থে কোনো উন্নয়ন ঘটেনি মেজবাহর। গত অলিম্পিকে সময় নিয়েছিলেন ১১.৩৪ সেকেন্ড। গতকাল হাত ঘড়িতে তার টাইমিং ছিল ১০.৬৩ সেকেন্ড। গতকাল ট্রাকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌবাহিনীর আবদুর রউফ। সোনা জেতার পরও মেজবাহকে ট্রাকে ততটা উল্লসিত মনে হয়নি। শুধু বলেছেন, সোনা জিতে ভালো লাগছে। তিনি দ্বিতীয় হওয়া রউফেরও প্রশংসা করেন। অন্যবার রিলাক্সে দৌড়িয়েছি এবং প্রথম হয়েছি। এবারই প্রথম শেষ দিকে বেশি জোর দিয়ে দৌড়াতে হয়েছে। এতে প্রমাণ মিলে অন্যরাও এগিয়ে আসছে। আমাদের ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করলে দেশের বাইরেও সুনাম কুড়াতে পারব। দেশে যে নতুন নতুন প্রতিভার সন্ধান মিলছে। এটা নিঃসন্দেহে ভালো দিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর