শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় মহিলা উশুতে সেরা সেনাবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

ছয়টি সোনা জিতে প্রথম জাতীয় মহিলা উশুতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চারটি সোনা জিতে রানার্সআপ বাংলাদেশ আনসার। বাংলাদেশ উশু ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনীর ইসরাত (চানচুয়ান), রাণী (দাউসু), ইসরাত (জিয়ানসু), সুমাইয়া (চিয়ানসু), মল্লিকা (তাইচি) ও মল্লিকা (তাইচিয়ান) সোনা জয় করেন। রানার্স আপ আনসারের মর্জিনা (নানচুয়ান), মর্জিনা (নানদাও), শিলা (নাগগুণ) ও প্রিয়া (কলুসু) সোনা জিতেছেন। জাতীয় মহিলা উশুর প্রথম আসরে থাইলু ও মান্দা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পাটকল করপোরেশন, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার প্রায় ২০০ প্রতিযোগী আসরে অংশ নেন।

সর্বশেষ খবর