শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মহিলা ফুটবল দলের স্পন্সর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরু হচ্ছে ভারতের শিলিগুড়িতে। ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত আসরে অংশ নিবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের স্পন্সর ওয়ালটন। গতকাল সংবাদ সম্মেলন করে স্পন্সরশিপ ঘোষণা করা হয়। আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে এবং বাকি দলগুলো স্বাগতিক ভারত ও আফগানিস্তান। ২৯ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান এবং ৩১ ডিসেম্বর দ্বিতীয় ভারতের বিপক্ষে। বাংলাদেশ ২০১০ সালে সেমিফাইনাল খেলেছিল। ২০১২ সালে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে। ২০১৪ সালে ফের সেমিফাইনাল খেলে। টানা তিন আসরের চ্যাম্পিয়ন ভারত।

পুরুষ ফুটবলাররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যর্থতার পরিচয় দিলেও মহিলারা দাপটের সঙ্গে খেলছেন। আশা করা যাচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে।

ভালো করার পরও বাফুফে মহিলা ফুটবলের দিকে সেইভাবে নজর দিচ্ছে না। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। অথচ দলের প্রস্তুতি নিয়ে অনেক খেলোয়াড়ই অসন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর