বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইনজুরিতে জর্জরিত রিয়াল

ক্রীড়া ডেস্ক

ইনজুরিতে জর্জরিত রিয়াল

মডরিচ - মার্সেলো

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের দুশ্চিন্তা আরও বাড়ল। একদিকে বার্সেলোনা ও সেভিয়ার চাপে দিশেহারা তিনি। অন্যদিকে একের পর এক ইনজুরির আঘাত লা লিগার শীর্ষ দলটির জন্য এখন মহামারীর রূপ নিয়েছে। ইনজুরির তালিকায়  এবার যোগ হলেন দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। ক্লাব কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মডরিচ অ্যাবডাক্টর ও ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। পর পর দুই ম্যাচে সেভিয়া ও সেল্টা ভিগোর বিপক্ষে হারের পর ২-১ গোলে মালাগাকে হারিয়ে রিয়ালের জয়ে ফেরার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন এ দুজন। এই দুই খেলোয়াড়ের ইনজুরিতে অনেকটাই হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান। ইনজুরির কারণে আগে থেকেই দলের বাইরে আছেন গেরেথ বেল, রদ্রিগেজ, দানি কারভাহাল, পেপে, ড্যানিলো ও ফ্যাবিও কোয়েন্ত্রাও। মার্সেলো ও মদ্রিচ কতদিন মাঠের বাইরে থাকবে তা অবশ্য এখনো নিশ্চিত করেনি রিয়াল মাদ্রিদ। তবে ধারণা করা হচ্ছে, আজ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের  ফিরতি লেগে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে পারবেন না তারা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হারে এমনিতেই পিছিয়ে আছে জিদানের দল। এর আগে আরও চোটের হানা দলটির জন্য বড় একটা ধাক্কা হিসেবে এসেছে। এদিকে আজ কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদও। প্রথম লেগে অ্যাইবারকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর