বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় ১৭ জাতি আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

১৭টি দেশ নিয়ে ২৭ জানুয়ারি থেকে ঢাকায় বসছে ইসলামিক সলিডারিট আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। মওলানা ভাসানী স্টেডিয়ামে এই আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়া পাকিস্তান, আজারবাইজান, ইরাক, ইরান, উগান্ডা, সৌদিআরব, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া,    মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল ও ভুটানের প্রায় ১০০ আরচ্যার ৯টি সোনা পদকের জন্য লড়বেন।

চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে এত বড় আরচ্যারি প্রতিযোগিতা এটাই প্রথম। অ্যারচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাজেট নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা। পৃষ্ঠপোষক হিসেবে আছে ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কিউট, ডেইলি এশিয়ান এজ ও দি ব্লেজার বিডি। ফেডারেশন সহসভাপতি সোয়েব চৌধুরী, আনিসুর রহমান, মিডিয়া কমিটির আহ্বায়ক হামিদা বেগম, সংগঠক রফিকুল ইসলাম টিপু ও ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর