শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ইসলামী সলিডারিটি চ্যাম্পিয়নশিপ

আরচারিতে বাংলাদেশের সোনালি দিন

এক দিনে ৬ সোনা

ক্রীড়া প্রতিবেদক

আরচারিতে বাংলাদেশের সোনালি দিন

সোনা জয়ের পর বাঁধভাঙা উৎসবে মেতেছেন বাংলাদেশের পুরুষ ও মহিলা আরচাররা —বাংলাদেশ প্রতিদিন

এক দিনে ৬ সোনা জয় হকির ভেন্যুতে হকি খেলোয়াড়রা উৎসবে মাতবেন এটাই স্বাভাবিক। কিন্তু মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল মিলল ব্যতিক্রমী দৃশ্য। লাল সবুজের পতাকা নিয়ে উৎসবে মাতোয়ারা বাংলাদেশের আরচাররা। সত্যিই আরচারির ইতিহাসে দিনটি ছিল ঐতিহাসিক। দেশ-বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। কিন্তু এমন দিন আর কখনো আসেনি। প্রথমবারের মতো আয়োজিত ইসলামী সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৬ সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই সর্বোচ্চ পাওয়া বাংলাদেশের। দিনটি যে বাংলাদেশের হবে তা আগের দিনই আঁচ করা গিয়েছিল। দলগত ৫ ইভেন্টেই স্থানীয় আরচাররা ফাইনালে উঠেন। হতাশ করেননি দেশবাসীকে। একের পর সোনা জিতে পুরো গ্যালারি উৎসবে মাতিয়েছেন। দলগত ইভেন্টে সব সোনা বাংলাদেশের ঝুলিতে। রিকার্ভ মহিলা এককে হীরা মনির সোনা। সবমিলিয়ে ৫ সোনা এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রিকার্ভের পুরুষ দলগত ইভেন্টে ৬-২ সেটে ভুটানকে হারায় বাংলাদেশ। তীর ছুড়েছেন রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম। রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের ব্যর্থতা কিছুটা হলেও দূর হয়েছে দলীয় সাফল্যে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা বাংলাদেশের। আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গড়া বাংলাদেশ ২১৪-২০৭ স্কোরে পরাজিত করে মালয়েশিয়াকে।

ব্যক্তিগত ইভেন্টে না পারলেও ব্রাজিল অলিম্পিকে অংশ নেওয়া। শ্যামলী রায় পেয়েছেন দলগত সোনার স্বাদ। রিকার্ভে এই ইভেন্টে তার সঙ্গী ছিলেন বিউটি রায় ও রাফিয়া আক্তার শাপলা। তারা ৬-২ সেটে হারাল নেপালের প্রতিযোগীদের। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে মিশ্র দলগত দুই ইভেন্টের সোনা বাংলাদেশের। রোমান ও বিউটি রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে ৬-২ ব্যবধানে ভুটানের প্রতিযোগীদের হারান। আর সুস্মিতা-মামুন ১৫০-১৪২ স্কোরে ইরাককে হারিয়ে দলকে সোনা এনে দেন। দিনের চমক শুরু হীরা মনিকে নিয়ে। রিকার্ভ এককে আজার বাইজানের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন। প্রতিযোগিতায় একক বিভাগে বাংলাদেশের এটিই একমাত্র সোনা। মেয়েদের কম্পাউন্ড এককের ফাইনালে বন্যা আক্তারকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ইরাকে ফাতিমাহ আল মাসাদিনের কাছে ১৩৫-১৩৩ স্কোরে হেরে যান তিনি। শনিবার তামা জিতেছিলেন মিলন মোল্লা ও সুস্মিতা বণিক। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সর্বশেষ খবর