শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাকিবের টার্গেট ড্র

ক্রীড়া প্রতিবেদক

গল টেস্টের ফল কি হবে? ড্র, হার-জিত; তিনটাই হতে পারে। আজ পঞ্চম ও শেষ দিন টেস্টের। জিততে বাংলাদেশের দরকার আরও ৩৯০ রান। হাতে আছে ১০ উইকেট। পুরোপুরি নতুন একটি ইনিংস খেলতে নামবে টাইগাররা। সম্ভব কি নতুন ইতিহাস লেখা? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতে ড্র-ই গল টেস্টের সবচেয়ে স্বার্থক ফল। ৪৫৭ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলেছে মুশফিক বাহিনী। ৫৩ রানে ব্যাট করছেন সৌম্য সরকার। চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে টেস্ট জেতার রেকর্ড রয়েছে। সেখানে ৪৫৭ রান একটু বেশিই। সেসব বিবেচনাতেই হয়তো দিন শেষে মিডিয়ার মুখোমুখিতে সাকিব ম্যাচের ভবিষ্যৎ নিয়ে বলেন, ‘এই টেস্টের সবচেয়ে সম্ভাব্য ফল ড্র। কারণ এখনো ১০ উইকেট আছে হাতে। আমার মনে হয় ড্র করতে এখন আমাদের দু-তিনটা ভালো জুটি দরকার। আগামীকালের (আজ) প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দুই ওপেনারের শুরুর ওপরই নির্ভর করবে টেস্টের ফল।’ ৪০০ রান তাড়া করে টেস্ট বাঁচানোর রেকর্ড আছে টাইগারদের। ২০১৪ সালে চট্টগ্রামে শেষ দিনে ৪৫৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। মুমিনুল হকের সেঞ্চুরিতে ড্র করেছিল বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর