শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

প্রীতি ম্যাচ জিতল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

প্রীতি ম্যাচ জিতল শেখ জামাল

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিংয়ের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে গতকাল মাঠে ছিলেন শেখ জামালের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। খেলা শুরুর আগে ক্লাবের জার্সি উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদেরসহ কর্মকর্তারা —বাংলাদেশ প্রতিদিন

ঘরোয়া ফুটবলের অন্যতম সফল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলটি শিরোপা জিতেছে তিনবার। এবারও শিরোপা জয়ের টার্গেটে দল গড়েছে। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ক্লাবটির প্রেসিডেন্ট হওয়ার পরই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্লাবটি। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটেও দুর্দান্ত খেলেছে ক্লাবটি। এবার ফুটবলেও দারুণ খেলার প্রত্যয়ে দল গড়েছে। বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জেতার টার্গেটে শক্তিশালী দল গড়ে এবার চমকে দিতে প্রস্তুত প্রতিপক্ষ দলগুলোকে। দলটি যে চ্যাম্পিয়ন হতেই দল গড়েছে, তার প্রমাণ গতকাল নিজ মাঠে এক প্রীতি ম্যাচের ফল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে প্রীতি ম্যাচে ৩—২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান ও গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদের। খেলা শুরুর আগে সাফওয়ান সোবহানকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তারা। এরপর তিনি জার্সি উন্মোচন করেন শেখ জামাল ক্লাবের।

সাইফ স্পোর্টিং ক্লাব এবারই প্রথম খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। শেখ জামাল এর আগে তিনবার শিরোপা জিতেছে ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৫ মৌসুমে। এবার জোসেফ আপুচির কোচিংয়ে চতুর্থ শিরোপা জিততে চায় দলটি। ১২ মে শুরু হচ্ছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। টুর্নামেন্টটির পরপরই মাঠে গড়াবে প্রিমিয়ার ফুটবল লিগ। টুর্নামেন্ট ও লিগের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে বেশ অনেক দিন ধরেই অনুশীলন করছে শেখ জামাল। গতকাল প্রিমিয়ার ফুটবলের নবাগত সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেখ জামালের পক্ষে আবাডুবা ২টি ও আরেকটি গোল করেন নুরুল আফসার ২০ মিনিটে। সাইফের পক্ষে ১টি করে গোল করেন মতিন ও হামবার। খেলায় প্রথমে এগিয়ে যায় শেখ জামাল। ১৯ মিনিটে দলকে এগিয়ে নেন আবাডুবা (১-০)। পরের মিনিটেই গোলসংখ্যা দ্বিগুণ করেন আফসার (২-০)। ২ গোলে এগিয়ে যাওয়া শেখ জামাল আক্রমণের ধার বাড়িয়ে দেয় গতিশীল ফুটবল খেলে। প্রথমার্ধ শেষ হয় শেখ জামালের ২-০ গোলে এগিয়ে যাওয়া নিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সাইফ মরিয়া হয়ে ওঠে গোল শোধে। ৪৭ মিনিটে ব্যবধান কমান মতিন (১-২)। ৩ মিনিট পর খেলায় সমতা আনেন সাইফের বিদেশি স্ট্রাইকার হামবার (২-২)। সমতা আনার পর দুই দলই খেলায় আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ৭৯ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন আবাডুবা (৩-২)।

প্রীতি ম্যাচের জয়টি পুরো মৌসুমেই আত্মবিশ্বাস জোগাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

সর্বশেষ খবর