শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

রাজ্জাকদের প্রতিপক্ষ খেলাঘর

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের দুই নিয়মিত ক্রিকেটার ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান চতুর্থ রাউন্ড থেকেই দলের সঙ্গে নেই। দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। বরং দুর্দান্ত গতিতে ছুটে চলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক ক্রিকেটারের শেখ জামাল টিকে আছে শিরোপা রেসে। শুধু টিকে থাকা নয়, ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে ৬ ম্যাচে ৫ জয় তুলে নেওয়া শেখ জামাল আজ সপ্তম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ খেলাঘর সমাজকল্যাণ সংস্থা। ভেন্যু বিকেএসপি-৪ নম্বর ভেন্যু। একই দিন বিকেএসপি-৩ নম্বর মাঠে নামছে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত একমাত্র অপরাজিত দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানির দুই দল কলাবাগান ও পারটেক্স মুখোমুখি হবে। শেখ জামাল প্রথম ৬ ম্যাচে হেরেছে শুধু লিজেন্ড অব রূপগঞ্জের কাছে। হারিয়েছে আবাহনী, পারটেক্স, কলাবাগান, ভিক্টোরিয়া ও ব্রাদার্স ইউনিয়নকে। প্রথম ম্যাচে ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারানোর পরের ম্যাচে হেরে যায় রূপগঞ্জের কাছে ৬৮ রানে। এরপর আবদুর রাজ্জাক রাজের ঘূর্ণি, তানভীর হায়দারের লেগ স্পিন, শাহাদাত হোসেন রাজিবের পেস বোলিং এবং হিমাচলের প্রশান্ত চোপড়ার সেঞ্চুরিতে আবাহনীকে ৬ উইকেটে, ব্রাদার্সকে ৯২ রানে, পারটেক্সকে ৩ উইকেটে হারায়। আজ সপ্তম ম্যাচ খেলতে নামছে।

যদি জিতে যায় খেলাঘরের বিপক্ষে, তাহলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা নেবে। যদি গাজী জিতে যায় ব্রাদার্সের বিপক্ষে, তাহলে গাজী এককভাবে ঠাঁই নেবে পয়েন্ট টেবিলের শীর্ষে। শেখ জামালের প্রতিপক্ষ খেলাঘরের পয়েন্ট ৬ ম্যাচে ৪।

সর্বশেষ খবর