মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

তিন সেঞ্চুরির ম্যাচে আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

তিন সেঞ্চুরির ম্যাচে আবাহনীর জয়

মোহামেডান হারলেও রকিবুলের ব্যাট থেকে আসে ১৯০ রান —বাংলাদেশ প্রতিদিন

মিরপুরেই ঘরোয়া ক্রিকেটে দেখা মেলে না দর্শকের। ঢাকার অদূরে বিকেএসপিতে তাহলে কী অবস্থা তা বুঝতে নিশ্চয় কারোর কষ্ট হবে না। হ্যাঁ, ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল আবাহনী-মোহামেডান ম্যাচে দর্শক প্রায় ছিলই না বলা যায়। তার পরও লড়াই হয়েছে দারুণ। বিকেএসপি ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী ২৭ রানে জয়ী হয়েছে। শিরোপা রেসে ধানমন্ডির দলটি এখন ভালোভাবেই টিকে থাকল। প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৬ রানের পর্বতসমান স্কোর গড়ে। সেঞ্চুরি পান দুই ক্রিকেটার। ওপেনার লিটন ১৩৫ রানের ইনিংস খেলেন মাত্র ১০৩ বলে। নাজমুলের সেঞ্চুরির ইনিংসটি ১০০ বলে সাজানো; যাতে চারের চেয়ে ছক্কাই ছিল বেশি। ৯৭ বলে তিনি এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। টার্গেট ৩৬৭ রানের। যে কারণে অনেকেই নিশ্চিত ছিলেন শোচনীয় হার নিয়ে মাঠ ছাড়বে মোহামেডান। হ্যাঁ, ম্যাচ হারলেও আবাহনীকে ছেড়ে কথা বলেনি ৯ বছর আগে লিগ জেতা দলটি। ৩৮ রানে ৩ উইকেট হারিয়েও বসেছিল। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। ২১.১ ওভারে আশালাঙ্কার সঙ্গে রকিবুল হাসান ১৭৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৬৩ রানে আশালাঙ্কা সাজঘরে ফেরত গেলেও রকিবুল প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। ১৯০ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন তিনি। দুর্ভাগ্য বলতে হয় তার, মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। রকিবুল আউট হওয়ার পরই মোহামেডানের জয়ের স্বপ্ন লীন হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে। আবাহনী জিতে যায় ২৭ রানে।

সর্বশেষ খবর