মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

নতুন আঙ্গিকে রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

নতুন আঙ্গিকে রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের পরিচালনা প্রতিষ্ঠান সোহানা স্পোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান (বাঁ থেকে দ্বিতীয়)। প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এবং পরিচালক মিজানুর রহমান ও জাভেদ ইকবাল। গত রাতে স্থানীয় এক হোটেলে নতুন পরিচালনা পর্ষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল — রোহেত রাজীব

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। দলটির মালিকানায় যুক্ত হলো দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল রাজধানীর এক হোটেলে সম্পন্ন হয়েছে একটি পৃষ্ঠপোষকতা চুক্তি।

দলটির মালিকানায় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সোহানা স্পোর্টস লিমিটেড রংপুর রাইডার্সের দায়িত্বে রয়েছে। তবে সোহানা স্পোর্টসের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এ ছাড়া চেয়ারম্যান পদে মোস্তফা আজাদ মহিউদ্দীন, প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এবং পরিচালক পদে রয়েছেন মিজানুর রহমান ও জাভেদ ইকবাল।

নতুন ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান বলেন, ‘ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হয়েছি। তা ছাড়া আমি বড় হয়েছি একটি ক্রীড়াপ্রেমী পরিবারে। সে কারণেই খেলাধুলার প্রতি অন্য রকম এক ঝোঁক বা ভালোবাসা কাজ করে। শুধু ক্রিকেট নয়, বসুন্ধরা গ্রুপ অন্যান্য খেলার সঙ্গেও যুক্ত। তবে বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হওয়াটা বসুন্ধরার জন্য একটা স্মরণীয় ঘটনা।’

রংপুর রাইডার্সকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে সাফওয়ান সোবহান বলেন, ‘কোচ, ফিজিও এবং খেলোয়াড়সহ সব প্রকার আধুনিক সুবিধা প্রদান করে এই দলটিকে আরও শক্তিশালী করতে চাই।’

দলটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপি বলেন, ‘পারিবারিকভাবেই সাফওয়ান সোবহান ক্রীড়ার সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই বসুন্ধরা গ্রুপ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রংপুর রাইডার্সের দায়িত্বে এসেছে।’

দুর্জয় বলেন, ‘বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে না এলে কোনো দেশের ক্রীড়ার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ সরকার যখন থেকে ক্রীড়াঙ্গনে বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিশ্চিত করেছে তখন থেকেই এদেশের খেলাধুলার ব্যাপক উন্নয়ন ঘটেছে। আমার বিশ্বাস বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের মালিকানার সঙ্গে যুক্ত হওয়ায় দলটি নতুন মাত্রা পেয়েছে। রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমারও ভালো লাগছে। আমি এখন জাতীয় সংসদের সদস্য। তার পরও নিজেকে ক্রীড়াঙ্গনের মানুষ ভাবতেই ভালো লাগে। তাই আমি এখানে একজন সাবেক ক্রিকেটার হিসেবেই থাকব।’

প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে রংপুর রাইডার্সকে নতুন আঙ্গিকে নতুনভাবে ঢেলে সাজানোর। আমরা এমন একটি দলই করব যাতে দেশের মানুষের মন জয় করতে পারি।’

সোহানা স্পোর্টসের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন মিজানুর রহমান। এবার বসুন্ধরা গ্রুপকে পেয়ে তিনি আনন্দিত। মিজানুর রহমান বলেন, ‘প্রথম থেকেই আমাদের ইচ্ছা ছিল বসুন্ধরাকে সোহানা স্পোর্টসের সঙ্গে যুক্ত করব। এবার এই গ্রুপটি রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হওয়ায় দলটি যেন পূর্ণতা পেল। আশা রাখি বিপিএলে রংপুর শক্তিশালী দল গড়তে সক্ষম হবে।’

নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, বিপিএলের নিয়মানুযায়ী তিন বছরের আগে কোনো দলের মালিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তাই রংপুর রাইডার্স পরিচালনার দায়িত্বে থাকা সোহানা স্পোর্টসের পরিচালনা পদে পরিবর্তন হয়েছে। তবে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের মালিকানায় যুক্ত হলেও দলটির লোগোতে কোনো পরিবর্তন হচ্ছে না।

সর্বশেষ খবর