মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বরের জয়

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মোহামেডান ম্যাচে সেঞ্চুরি হয়েছে তিনটি। বাকি দুই ম্যাচ লিজেন্ডস অব রূপগঞ্জ-খেলাঘর এবং প্রাইম দোলেশ্বর-ভিক্টোরিয়া ম্যাচে সেঞ্চুরি হয়েছে মাত্র ১টি। সেঞ্চুরি করেছেন দোলেশ্বরের আবদুল মজিদ। ওয়ালটন প্রিমিয়ার লিগের সেঞ্চুরির দিনে রূপগঞ্জ ২৮ রানে খেলাঘরকে এবং দোলেশ্বর ১১৯ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে প্রাইম দোলেশ্বর ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান করে। আবদুল মজিদ ১১৬ রানের ইনিংস খেলেন ১১৪ বলে; যাতে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। ৩৪০ রানের টার্গেটে খেলতে নেমে ভিক্টোরিয়ার ইনিংস থেমে যায় মাত্র ২২০ রানে। মতিঝিলপাড়ার দলটিকে টানা অষ্টম হারের স্বাদ দিতে সামনে থেকে নেতৃত্ব দেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে আরাফাত গতকাল ৫৬ রানে নেন ৬ উইকেট। দোলেশ্বরের এটা আট ম্যাচে পঞ্চম জয়। ফতুল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে লিজেন্ড অব রূপগঞ্জ ৪৯.৫ ওভারে ২৩৯ রান করে। জবাবে খেলাঘরের ইনিংস গুটিয়ে যায় ৪৮.১ ওভারে ২১১ রানে। আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি হাঁকানো খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবি সাজঘরে ফেরেন শূন্য রানে।

সর্বশেষ খবর