শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

ক্রীড়া প্রতিবেদক

নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক কোনো শিডিউল নেই। কবে খেলবে তারও নিশ্চয়তা নেই। তবে অনূর্ধ্ব-২৩ দল এএফসি কাপ খেলতে ফিলিস্তিন যাচ্ছে। শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে। তাই অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওড আগে থেকেই যুবাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। মাঠে নামার আগে খেলোয়াড়দের পারফরম্যান্সটা যাচাই করতে চাচ্ছেন কোচ। তাই বাংলাদেশ যুবদল নেপালে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে। ১১ জুলাই নেপাল জাতীয় দল ও ১৪ জুলাই নেপাল আর্মির বিপক্ষে খেলার কথা। অ্যান্ড্রুকে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের জন্য। আগামী বছর মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপ হলে জাতীয় দল মাঠে নামতে পারবে। এতদিন তো আর কোচকে বসিয়ে রেখে বেতন দেওয়া যায় না। তাই অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অ্যান্ড্রু ভালো মতোই জানেন আসরে খুব একটা সুবিধা করতে পারবেন না তার শিষ্যরা। তবে এই দল থেকে তিনি খেলোয়াড় বাছাই করতে চান। যারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখবে। অস্ট্রেলিয়ান কোচ ঢাকায় এসে প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন তার টার্গেট সাফ চ্যাম্পিয়নশিপ। যুবাদের প্রশিক্ষণে অ্যান্ড্রু খুব একটা খুশি হতে পারছেন না। খেলোয়াড়দের দমের ঘাটতি রয়েছে। তবে তিনি আশাবাদী। আমি খেলোয়াড়দের যে কৌশল শেখাব তা যদি তারা কাজে লাগাতে পারে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। হুট করে তো আর মানের পরিবর্তন আনা যাবে না।

সর্বশেষ খবর