শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সেমিফাইনালেই মারে-নাদাল ফেদেরার-জকোভিচ!

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালেই মারে-নাদাল ফেদেরার-জকোভিচ!

উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস

উইম্বলডন শুরু হচ্ছে সোমবার থেকে। তবে ড্র হয়ে গেছে আগেই। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ। শীর্ষ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারেন দিন কয়েক আগে ফ্রেঞ্চ ওপেনে দশম শিরোপাজয়ী রাফায়েল নাদালের। অন্য সেমিফাইনালে আবারও নোভাক জকোভিচের মুখোমুখি হতে পারেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।

উইম্বলডনে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। মেয়েদের এককের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সেরেনা তো এবার অংশই নিচ্ছেন না। তবে অ্যান্ডি মারের জন্য এবার কঠিন হয়ে যাবে শিরোপা ধরে রাখা। সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেও নাদাল তার সামনে কঠিন বাধা হয়ে থাকবেন। দুজনের ২৪ বারের সাক্ষাতে ১৭ বারই জিতেছেন রাফায়েল নাদাল। সাতবার জিতেছেন অ্যান্ডি মারে। অবশ্য শেষবারের মুখোমুখিতে জয় পেয়েছিলেন মারে। গত বছর মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে। এবার কী অ্যান্ডি মারে পারবেন নাদাল বাধা অতিক্রম করতে! এদিকে ফেদেরার ও জকোভিচ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলে দুজনের মধ্যে এক কঠিন লড়াই হতে যাচ্ছে। দুজন এর আগে ৪৫ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে জকোভিচ ২৩ বার এবং ফেদেরার ২২ বার জয় পেয়েছেন। ৪৬ বারের মতো মুখোমুখি হতে পারেন জকোভিচ-ফেদেরার। কে জানে এবার কে জিততে যাচ্ছেন! রজার ফেদেরার উইম্বলডনে অষ্টম ট্রফির জন্য লড়বেন। সব মিলিয়ে ক্যারিয়ারে এটা ফেদেরারের ১৯তম গ্র্যান্ডস্লাম শিরোপার জন্য লড়াই। অন্যদিকে নোভাক জকোভিচ ১৩তম গ্র্যান্ডস্লাম শিরোপার জন্য লড়াই করবেন। উইম্বলডনে এর আগে জকোভিচ তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে মেয়েদের এককের শীর্ষ বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারকে সেমিফাইনাল খেলার জন্যই মুখোমুখি হতে হবে গারবিন মুগুরুজা এবং অ্যাগনিয়েস্কা র‍্যাডওয়ানস্কার। এ ছাড়াও সেমিফাইনালে তিনি মুখোমুখি হতে পারেন ক্যারোলিন ওজনিয়াকি অথবা প্লিসকভার। সেরেনা উইলিয়ামসের অনুপস্থিতি উইম্বলডনকেও সবার জন্য উন্মুক্ত রাখল। কে জানে, ফ্রেঞ্চ ওপেনের মতো উইম্বলডনও হয়তো মেয়েদের এককে নতুন রানীকে দেখতে পাবে!

সর্বশেষ খবর