শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

গলে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের নায়ক সলোমন মির সেঞ্চুরির পর —এএফপি

অজেয় শ্রীলঙ্কাকে জয় করল জিম্বাবুয়ে! ৩০০ বা ততোধিক রান তাড়া করে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে জেতার রেকর্ড ছিল না এত দিন। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলগুলো পারেনি। তাই স্কোর বোর্ডে শ্রীলঙ্কার নামের পাশে ৩০০ বা ততোধিক স্কোর লেখা থাকলেও প্রতিপক্ষের হার নিশ্চিতই ধরা হতো এত দিন। কিন্তু সেই না পারার রেকর্ডটি ভেঙে দিয়েছে জিম্বাবুয়ে। র্যাংকিংয়ের নিচের সারির দলটি গতকাল গলে সেই অবিশ্বাস্য কাজটি করে লিখেছে নতুন ইতিহাস। গলে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার ৩১৬ রান তাড়া করে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আফ্রিকান প্রতিনিধিদের ঐতিহাসিক জয় উপহার দেন সলোমন মির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব পেরোতে পারেনি শ্রীলঙ্কা। খেলার সুযোগই পায়নি জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান করে স্বাগতিকরা। ৩০০-ঊর্ধ্ব স্কোর গড়তে স্বাগতিকদের নেতৃত্ব দেন কুশল মেন্ডিস ৮০ বলে ৮৬ রানের ইনিংস খেলে। ওপেনার গুনাথিলাকা খেলেন ৬০ রানের ইনিংস। উপল থারাঙ্গা অপরাজিত ছিলেন ৭৯ রানে। ৩১৭ রানের টার্গেটে খেলতে নেমে ৪৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হযে পড়েন সফরকারীরা। এরপর ওপেনার সলোমন মির ও শ্যন উইলয়ামস তৃতীয় উইকেট জুটিতে ১৬১ রান যোগ করে দলের জয়ের ভিত গড়ে দেন। ম্যাচসেরা সলোমন ১১২ রানের ইনিংসটি খেলেন ৯৬ বলে ১৪ চারে। উইলিয়ামস ৬৫ রানের ইনিংস খেলেন ৬৯ বলে ৭ চারে। পঞ্চম উইকেট জুটিতে সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ঐতিহাসিক জয় উপহার দেন। সিকান্দার অপরাজিত থাকেন ৬৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৩১৬/৫, ৫০ ওভার (গুনাথিলাকা ৬০, মেন্ডিস ৮৬, উপল থারাঙ্গা ৭৯*, গুনারত্নে ৪৩। সাতারা ২/৪৯, সলোমন মির ১/৪৭)।

জিম্বাবুয়ে : ৩১৭/৪, ৪৭.৪ ওভার (সলোমন মির ১১২, শ্যন উইলিয়ামস ৬৫, সিকান্দার রাজা ৬৭*, ওয়ালার ৪০*। গুনারত্নে ২/৪৫)।

সর্বশেষ খবর