শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রিয়াল ছাড়লেন জিদানপুত্র

ক্রীড়া ডেস্ক

রিয়াল ছাড়লেন জিদানপুত্র

বাবার পথ ধরে রিয়াল মাদ্রিদেই যোগ দিয়েছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের বড় ছেলে এনজো। তবে সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো তার খুব একটা বেশি নেই। অথচ তার বাবা এখন রিয়াল মাদ্রিদের কোচ! রিয়াল মাদ্রিদের নিয়মিত দলে স্থান পেতে প্রয়োজন বিশ্ব সেরা ফুটবলারদের এক হওয়া। এনজোকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই যোগ্যতা অর্জন করতে হবে। এসব ভেবেই রিয়াল মাদ্রিদ ছেড়ে স্প্যানিশ ক্লাব অ্যালাভেসে যোগ দিয়েছেন জিনেদিন জিদানের বড় ছেলে এনজো। ২২ বছর বয়সী এনজো লা লিগার দল অ্যালাভেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরে রিয়ালের হয়ে কোপা দেল রের ম্যাচে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়েছিল এনজোর। ওই ম্যাচে রিয়ালের ৬-১ ব্যবধানের জয়ে চতুর্থ গোলটি করেছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে রিয়ালকে মুঠোভরে দেওয়ার পর কোচ হিসেবেও জিদান রিয়ালকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। কিন্তু মিডফিল্ডার এনজো বাবার পথে এখনো হাঁটতে পারেননি। এ কারণেই দলছুট হতে হলো তাকে।

সর্বশেষ খবর