মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ লো

ক্রীড়া ডেস্ক

শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ লো

ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে চিলিকে ১-০ গোলে হারানোর পর জার্মানির পরবর্তী প্রজন্মের তারকাদের প্রশংসায় পঞ্চমুখ কোচ জোয়াকিম লো। স্টিন্ডলের সহজ এক গোলে প্রথমবারের মতো ফিফা কনফেডারেশনস কাপ জয় করেছে জার্মানি। এ জয়ের পর জার্মান কোচ সংবাদ সম্মেলনে এলেন বিয়ারে ভিজে। শিষ্যরা আনন্দে তাকে বিয়ার দিয়েই গোসল করিয়েছে স্টেজে। সংবাদ সম্মেলনে জার্মান কোচ বললেন, ‘আমি এই দলটাকে নিয়ে গর্বিত। আমরা মাত্র সাড়ে তিন সপ্তাহ সুযোগ পেয়েছি অনুশীলনের। তবে আমরা কঠোর অনুশীলন করেছি। আর যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছি। দুই দিন আগে জার্মানির অনূর্ধ্ব-২১ দল পোল্যান্ডে যুব ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফিফা কনফেডারেশনস কাপও জয় করল তারা। ফিলিপ লামদের পর জার্মান ফুটবল যে গতিহারা হবে না, এসব যেন তারই প্রমাণ। গত বিশ্বকাপ জয়ে যেসব তারকারা ছিলেন, এবার অনেকেই নেই। প্রতিপক্ষরা এতে খুশি হতে পারতেন। কিন্তু ড্র্যাক্সলাররা সে সুযোগ মোটেও দেননি। এবারের জার্মানি যেন আরও ভয়ঙ্কর! লো অবশ্য তরুণদের নিয়ে বেশ সচেতন। তিনি বলেন, ‘এই দলে অনেকেই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট খেলছে। তারা দারুণ করেছে। তবে চ্যাম্পিয়ন হতে হলে এই ভালো খেলাটা ধরে রাখতে হবে। বিশ্বকাপের জন্য আমাদের অভিযাত্রা কেবল শুরু হলো। এবার অনেক পথ পাড়ি দিতে হবে। দেখা যাক, জোয়াকিম লোর তরুণ শিষ্যরা আরও একবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারে কি না!

সর্বশেষ খবর