সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাশরাফিকে পেয়ে খুশি রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফিকে পেয়ে খুশি রংপুর রাইডার্স

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহানের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা —বাংলাদেশ প্রতিদিন

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে যে খেলবেন তা কয়েক দিন আগেই ফ্র্যাঞ্চাইজি দলটি জানিয়ে দিয়েছে। তবে গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে নড়াইল এক্সপ্রেসের সঙ্গে রাইডার্সের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়ে গেল। বিপিএলের প্রথম দুই আসরে মাশরাফি খেলেছেন ঢাকার হয়ে। দুবারই তার নেতৃত্বে শিরোপা জিতেছে দলটি। গত দুই আসরে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। কুমিল্লাকেও একবার চ্যাম্পিয়ন করান তিনি। বিপিএলের চার আসরের মধ্যে তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দল। তাই এবার বিপিএলে আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককেই বেছে নিয়েছে রংপুর। মাশরাফিও উত্তরাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে চুক্তি স্বাক্ষর করতে পেরে ভীষণ খুশি।

গতকাল চুক্তি স্বাক্ষর শেষে মাশরাফি বলেন, ‘রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করতে পেরে খুবই ভালো লাগছে। দলটির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে। তাদের চিন্তা-ভাবনা খুবই ভালো। সবকিছুই আমার ভালো লেগেছে। তাই রংপুর রাইডার্সের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

টি-২০ ক্রিকেট মানেই চ্যালেঞ্জ। বিপিএলে এই চ্যালেঞ্জে সবচেয়ে সফল মানুষটির নাম মাশরাফি। এমন একজন ক্রিকেটারকে দলে পেয়ে ভীষণ খুশি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান রংপুর রাইডার্সের কর্ণধার, সোহানা স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক। প্রথমবারের মতো বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছি। বসুন্ধরা হচ্ছে গেম চেঞ্জার। তাই ভালো কিছু করার চেষ্টা থাকবে। আর ভালো কিছু করার চিন্তা থেকেই মাশরাফির মতো তারকা ক্রিকেটারকে দলে নেওয়া।’ মাশরাফিকে দলভুক্ত করে প্রশংসায় ভাসান রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। রাইডার্সের হয়ে ভালো করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ স্বয়ং মাশরাফি-ই, ‘টি-২০ ক্রিকেটে সেরাটা দেওয়ার বিকল্প নেই। আর মাঠে যারা সেরাটা দিতে পারে তারাই জয় পায়। রংপুরের সঙ্গে কোচ হিসেবে টম মুডি থাকছেন। ফাহিম স্যার (নাজমুল আবেদীন ফাহিম) রয়েছেন। তা ছাড়া বিদেশি ক্রিকেটাররাও অনেক ভালো। তাই ভালো কিছুই আশা করছি।’ বিপিএলে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। রংপুরের হয়েও সাফল্যের ধারাবাহিকতা রাখতে চান তিনি। মাশরাফি বলেন, ‘টি-২০ দলে সফলতা নির্ভর করে লোকাল ক্রিকেটারদের ওপর। যে দলে লোকাল ক্রিকেটাররা যত ভালো সেই দলের ভালো করার সম্ভাবনা তত বেড়ে যায়। লোকাল ক্রিকেটারই একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। তবে যদিও আমরা দেরিতে দল গোছানোর কাজটি করছি, তারপরও সাধ্যমতো চেষ্টা করব ভালো কিছু করার।’ বিপিএলের মতো দলগুলোতে সব সময় মালিকপক্ষের কর্তৃত্ব থাকে অনেক বেশি। প্লেয়ার নির্বাচন থেকে শুরু করে একাদশ গঠন এমনকি মাঠের সিদ্ধান্তেও অনেক সময় ফ্র্যাঞ্চাইজির কর্তৃত্ব থাকে। কিন্তু রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান সোবহান জানিয়ে দিয়েছেন, এসব বিষয়ে পূর্ণ স্বাধীনতা থাকবে অধিনায়ক, কোচ ও ম্যানেজারের। মালিকপক্ষ এসব বিষয়ে কোনোরকম হস্তক্ষেপ করবে না। বিপিএলের আগের আসরে একাদশে চারজন করে বিদেশি ক্রিকেটার নেওয়া ছিল বাধ্যতামূলক। তবে এবার সেখানে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার রাখার চিন্তা করছে বিপিএল গভর্নিং বডি। এই নিয়মের সঙ্গে একমত নয় রংপুর রাইডার্সসহ আরও চারটি দল।

সর্বশেষ খবর