সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতকে কাঁদিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

ভারতকে কাঁদিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

ভারতীয়দের স্বপ্ন ভঙ্গ করে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইংল্যান্ডের মেয়েরা। গতকাল লর্ডসে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে ইংলিশ মেয়েরা। জবাব দিতে নেমে ৪৮.৪ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় মেয়েরা। ৯ রানের জয়ে শিরোপা ঘরে রেখে দেয় ইংল্যান্ড। একযুগ আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। আবারও ফাইনালে উঠে অতীত ভুল শোধরাতে চেয়েছিলেন মিথালি রাজরা। এই লর্ডসেই তো ১৯৮৩ সালে কপিল দেবরা ভারতকে উপহার দিয়েছিলেন প্রথম বিশ্বকাপ শিরোপা। সবমিলিয়ে ভারতীয়দের আশা ছিল অনেক। কিন্তু ইংলিশদের দলগত পারফরম্যান্স ভারতকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কাইভার (৫১), টেইলর (৪৫), ব্রান্ট (৩৪), গুন (২৫) ও বিউমন্টের (২৩) ব্যাটিংয়ে ২২৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন গোস্বামী। এছাড়াও পুনাম দুটি ও গয়াকড় একটি উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের জন্য ইংল্যান্ডের এই সংগ্রহকে ছোটই বলতে হবে। তাছাড়া ভারতের শুরুটাও হয়েছিল দারুণ। প্রথম দুটি উইকেট দ্রুত হারালেও তৃতীয় উইকেট জুটিতে ৯৫ রান সংগ্রহ করে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন হারমিত ও পুনাম। পুনাম ৮৬ ও হারমিত ৫১ রান সংগ্রহ করেন। তবে এরপরই আনিয়া শ্রাবসোল জ্বলে উঠেন বল হাতে। তিনি ৬ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইন প্রায় পুরোটাই ধ্বংস করে দেন। গয়াকড়ের উইকেটটা শিকার করেই তিনি ইংল্যান্ডকে জয়ের উৎসবে ভাসিয়ে দেন। ম্যাচসেরার পুরস্কারও পান তিনিই। এছাড়াও ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট শিকার করেন হার্টলি।

সর্বশেষ খবর