শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
২০৩০ বিশ্বকাপ

যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক

যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

দুই দেশই বিশ্বকাপের আয়োজক হয়েছে একবার করে। ১৯৩০ সালে ফুটবলে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। ১৯৭৮ সালে আর্জেন্টিনাও বিশ্বকাপের আয়োজন করে। উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০, আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে। এবার দুই দেশ মিলে পরিকল্পনা নিতে যাচ্ছে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করার জন্য নিলামে অংশ নিতে দুদেশের ফুটবল কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছে। এই নিলামে আর্জেন্টিনা ও উরুগুয়ের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে চীন এবং আরও কয়েকটি শক্তিশালী দেশ। ১৯৩০ সালে প্রথম আয়োজনের ঠিক শত বর্ষপূর্তিতে আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী উরুগুয়ে।  এখন তো আর একার পক্ষে সম্ভব নয়। এতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই প্রতিবেশী আর্জেন্টিনাকে পাশে পেতে চাচ্ছে। আর্জেন্টিনা এতে রাজিও রয়েছে। আর্জেন্টিনার ক্রীড়া সচিব কার্লোস ম্যাক অ্যালিস্টার বুধবার মিডিয়াকে এক সাক্ষাৎকারে জানান, দুই দেশের প্রেসিডেন্ট এবং ফুটবল কর্মকর্তারা একসঙ্গে নিলামে অংশ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে।

সর্বশেষ খবর