রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিএ কর্মকর্তাদের একহাত নিলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সহ অধিনায়ক ও অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ওয়ার্নার গতকাল দেশটির বোর্ড কর্মকর্তাদের তুলোধুনো করে ছেড়েছেন। ড্যাসিং ওপেনারের এমন বক্তব্যের পর ফের অনিশ্চয়তার কালো চাদরে ঢাকা পড়েছে সিরিজের ভবিষ্যৎ। কি বলেছেন ওয়ার্নার? বাংলাদেশ সফর করার কোনো অনিচ্ছাই নেই ক্রিকেটারদের। দুই টেস্ট সিরিজ খেলার জন্য সব ধরনের মানসিক প্রস্তুতিই নিয়ে রেখেছে ক্রিকেটাররা। ১০ আগস্ট ডারউইনে প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিবেন ওয়ার্নাররা। কিন্তু মূল সমস্যা অর্থ নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সভাপতি আসার পরই ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার শুরু। নতুন সভাপতির বক্তব্য, শুধুমাত্র সিএ লাভবান হয়, এমন ক্রিকেটারদেরই আর্থিক লভ্যাংশ দিতে রাজি বোর্ড। কিন্তু ক্রিকেটারদের সংগঠন আগের অবস্থানেই অনড় থাকে। তাদের বক্তব্য, আগের মতো বোর্ডের মোট লাভের ২৫ শতাংশ দেশের সর্বস্তরের ক্রিকেটারদের মধ্যে বন্টন করতে হবে। কিন্তু সিএ রাজি না হওয়ায় ৩০ জুনের পর ২৩০ ক্রিকেটার বেকার হয়ে পড়েন। এরপর থেকেই টানাপড়েন শুরু হয় দুই পক্ষের। সমস্যার সমাধানে দুই পক্ষই বেশ কয়েকবার বৈঠক করেছে। কিন্তু ফলপ্রসূ কিছু হয়নি।

সর্বশেষ খবর