রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

শীর্ষে সেই যুক্তরাষ্ট্রই

ক্রীড়া ডেস্ক

সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমদিকে সিনক্রোনাইজড ইভেন্টগুলোতে বেশ দাপট দেখিয়েছিল চীন। যুক্তরাষ্ট্রের আধিপত্য শেষ করে পদক তালিকায় শীর্ষ স্থান দখলের ইঙ্গিতও দিয়েছিল তারা। কিন্তু সাঁতারের ইভেন্ট শুরু হতেই দৃশ্য বদলে যায়। ধীরে ধীরে নিচ থেকে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। গতকাল বিকাল পর্যন্ত ১২টি স্বর্ণপদকসহ মোট ৩২টি পদক জিতে শীর্ষে অবস্থান করছে মার্কিনীরা। এর মধ্যে সাঁতার থেকেই ১০টি স্বর্ণপদক জয় করেছে যুক্তরাষ্ট্র দল! অবশ্য খুব একটা পিছিয়ে নেই চীনও। ১২টি স্বর্ণপদকসহ মোট ২৯টি পদক জিতে দুই নম্বরে অবস্থান করছে তারা। ১১টি স্বর্ণপদকসহ মোট ২২টি পদক জিতে তিন নম্বরে আছে রাশিয়া। এছাড়াও গ্রেট ব্রিটেন ৫টি, ফ্রান্স ৫টি, ইতালি ৩টি, অস্ট্রেলিয়া ২টি ও ব্রাজিল ২টি স্বর্ণপদক জয় করেছে। একটি করে স্বর্ণপদক জিতেছে স্পেন, কানাডা, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, সুইডেন, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে মেয়েদের চার গুনিতক ২০০ মিটার ফ্রি স্টাইলে গত শুক্রবার স্বর্ণ জয় করেছেন কেটি লেদেকিরা। তারা চীনা দলকে হারিয়েছেন এই ইভেন্টে। এই নিয়ে কেটি লেদেকি ১৩টি স্বর্ণপদক জিতলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

সর্বশেষ খবর