বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হকি দল চীন যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

হকি দল চীন যাচ্ছে আজ

১২ অক্টোবর থেকে ঢাকায় দশম এশিয়া কাপ হকি শুরু হবে। আট জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আটবার অলিম্পিক গেমসে সোনা জয়ী ভারত, তিনবারের সোনা জয়ী পাকিস্তান ও জাপান। ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান। মাহবুব হারুনের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে অনেক আগেই। খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে বাংলাদেশ দল আজ চীনে যাচ্ছে। সেখানে আটটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ১৯ আগস্ট দল দেশে ফিরবে। ঢাকা ছাড়ার আগে আজ সকালে বাংলাদেশ দল বিমান বাহিনী শাহীন হলে ফটোসেশনে অংশ নেবে। টুর্নামেন্টে বাংলাদেশের টার্গেট ছয়ে থাকা। কোচ হারুন বলেন, প্রস্তুতিতে ঘাটতি নেই। ছেলেরা সেরাটা দিতে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। চীনে প্রস্তুতি ম্যাচ দলের উপকারে আসবে। এখান থেকে বাছাই করে চূড়ান্ত দল গঠন করা হবে। ১৯৮৫ সালেও এর আগে ঢাকায় এশিয়া কাপ হয়েছিল। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজন ব্যাপক সাড়া পড়েছিল। এবার নতুনরূপে হচ্ছে এশিয়া কাপ। এই আসর দিয়ে বাংলাদেশে হকি ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে টার্ফে খেলা হবে। ৮৫ সালে হয়েছিল ঘাসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর