বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
কলম্বো টেস্ট

দুরন্ত ভারতের সামনে অসহায় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

গল টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুর্দান্ত ছিল কোহলির দল। কলম্বোতেও সেই আগ্রাসী ভাবটা ধরে রেখেই জিততে চায় ভারত। যদিও গলের উইকেট ও কলম্বোর উইকেট সম্পূর্ণ বিপরীত। গলের উইকেট স্পিনার ও ব্যাটসম্যানদের সহায়ক। কিন্তু কলম্বোর উইকেটে থাকে প্রচুর ঘাস। এটা হচ্ছে পেসারদের স্বর্গ। কিন্তু উইকেট যেমনই হোক পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন ভারতীয় অধিনায়ক কোহলি। আজ শুরু হচ্ছে কলম্বো টেস্ট। ভারতের প্রধান ভরসা ব্যাটিং সাইড। বিশেষ করে দুর্দান্ত তাদের ওপেনিং জুটি। আগের টেস্টে শেখর ধাওয়ানের সঙ্গে ওপেন করেছেন অভিনব মুকন্দ। ধাওয়ান প্রথম ইনিংসে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে মুকন্দ হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে এই ম্যাচে ধাওয়ানের সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। ভারতের এই ওপেনার জ্বর থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন। তবে এখন ভারতের বোলিং সাইডও অসাধারণ। আগের ম্যাচে লঙ্কান ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। মজার বিষয় হচ্ছে, পেস সহায়ক উইকেট হলেও এ ম্যাচে একজন বাড়তি স্পিনার থাকতে পারে। রবিচন্দন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার সঙ্গে দেখা যেতে পারে কুলদ্বীপ যাদবকে। হারদিক পান্ডিয়ার জায়গায় খেলার কথা তার। তবে তা চূড়ান্ত হবে আজ সকালে উইকেট দেখার পরই। গতকাল কোহলি বলেছেন, ‘আমি আগামীকালের উইকেটটা দেখতে পাচ্ছি সবুজ ঘাসে আচ্ছাদিত। সব শেষ ম্যাচে এখানে এমন দৃশ্যই দেখেছি। তবে এটি দারুণ একটি উইকেট।’

শ্রীলঙ্কা দলে অভিষেক হতে পারে মালিন্দার। এই বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়েছেন। এ ম্যাচে ফিরছেন অধিনায়ক দিনেশ চন্ডিমাল। তিনি খেলবেন গুনাথিলাকার জায়গা। দলে সুযোগ পেয়েছে লাহিরু থিরিমানেও। এই টেস্টে যেকোনো মূল্যে জয়ের জন্য মরিয়া স্বাগতিকরা। আগের ম্যাচে অনেক ফিল্ডিং মিস করেছিল শ্রীলঙ্কা। এ ম্যাচে তাই ফিল্ডিংয়ের ওপর বাড়তি নজর দিয়েছে দলটি। অধিনায়ক চন্ডিমাল বলেন, ‘ক্যাচ মিসের কারণে ম্যাচ হেরে যাওয়া খুবই কষ্টকর। তবে এ ম্যাচে সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। এ ম্যাচে আশা করি আমার ফিল্ডিং অনেক ভালো হবে।’

সর্বশেষ খবর