বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শেখ জামালের দ্বিতীয় ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দল টিম বিজেএমসি। নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে ২-০ গোলে পরাজিত করেছে শেখ জামাল। আজও তারা জয় নিয়েই মাঠ ছাড়তে চায়। বিজেএমসি এক সময় দুর্দান্ত দল ছিল। স্বাধীনতার পর লিগে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়। পাঁচবার শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। এখন সেই অবস্থা নেই। শক্তির বিচারে বিজেএমসি দুর্বল হলেও শেখ জামাল তাদের গুরুত্ব দিয়ে মাঠে নামবে। ২০১০ সাল থেকে নতুন উদ্যমে শেখ জামাল মাঠে নামলেও তিনবার পেশাদার লিগ জেতার কৃতিত্ব রয়েছে। এবার অবশ্য দলে নতুনত্ব আনা হয়েছে। তারকা ফুটবলারদের পারফরম্যান্সে ঝলক নেই। তাই তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতে শীর্ষে উঠে আসতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে প্রতিপক্ষকে হালকা চোখে দেখছে না তারা।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান শেখ জামালের সভাপতির দায়িত্ব নেওয়ায় ক্লাবে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

খেলোয়াড়রা উজ্জীবিত। কোচ জোসেফ আফুসি শিষ্যদের নিয়ে আশাবাদী। তিনি বলেন, মাঠে যোগ্যতা তুলে ধরতে পারলে হারানো ট্রফি উদ্ধার সম্ভব। বিজেএমসিকে হারিয়ে শেখ জামাল সামনের দিকে এগিয়ে যেতে চায়। ম্যাচ টু ম্যাচ জ্বলে উঠে শিরোপার রাস্তাতেই থাকতে চায় শেখ জামাল।

এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। দুই দলই এবার শক্তিশালী দল গড়েছে। মোহামেডান হার দিয়ে লিগ শুরু করলেও চট্টগ্রাম আবাহনী নিজেদের প্রথম ম্যাচে পুরান ঢাকার ফরাশগঞ্জকে পরাজিত করে। আজকের ম্যাচে ফেবারিট চট্টগ্রাম আবাহনী। তারপরও প্রতিপক্ষ মোহামেডান বলে ম্যাচে কি হয় বলা মুশকিল।

সর্বশেষ খবর