বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জ্যামাইকাকে প্রথম সোনা ম্যাকলিওডের

ক্রীড়া ডেস্ক

জ্যামাইকাকে প্রথম সোনা ম্যাকলিওডের

পুরুষদের ১১০ মিটার হার্ডেলসে ১৩.০৪ সেকেন্ডে সোনা জিতে জ্যামাইকাকে প্রথম সোনা উপহার দেন ওমর ম্যাকলিওড —এএফপি

২০০৮ সালের বেজিং অলিম্পিক থেকে পুরুষ ও মহিলা বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে জয় জয়কার জ্যামাইকার। পুরুষ বিভাগে একচেটিয়া আধিপত্য উসাইন বোল্টের। সেটা অলিম্পিক থেকে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ-সর্বত্রই। বোল্ট, ইলেইন থম্পসনরা ১০০ মিটার স্প্রিন্টের সোনা নিজেদের করে নিয়েছিলেন একচ্ছত্রভাবে। কিন্তু এবার লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দর্শক হয়ে থাকতে হলো জ্যামাইকাকে। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট মানেই বোল্ট; গত ৯ বছর ধরে বিশ্ব সেটাই দেখে এসেছে। লন্ডনে এবার ক্যারিয়ারের

শেষ ১০০ মিটার দৌড়ানোর পরিকল্পনা করে আসেন সর্বকালের সেরা অ্যাথলেট। কিন্তু একরাশ হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেননি বিশ্বকে। ৩১ বছর বয়স্ক বোল্টকে বিস্মিত করে সোনা জিতে নেন মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। ঠিক একইভাবে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টেও হতাশা ছাড়া কিছুই পায়নি জ্যামাইকা। থম্পসনকে বিস্মিত করে সোনা জিতেন মার্কিন স্প্রিন্টার টোরি বোওয়ি। ১০০ মিটার স্প্রিন্টে মার্কিন সাম্রাজ্য পুনরুদ্ধার করলেন গ্যাটলিন ও বোওয়ি। দুই মার্কিন স্প্রিন্টারের আধিপত্যে মনে হচ্ছিল এবার হতাশা ছাড়া আর কিছুই সঙ্গী হবে না জ্যামাইকার। অবশেষে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থদিনে জ্যামাইকাকে আনন্দে ভাসালেন ওমর ম্যাকলিওড। পুরুষদের ১১০ মিটার হার্ডেলসে ১৩.০৪ সেকেন্ডে সোনা জিতে জ্যামাইকাকে চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা উপহার দেন এই হার্ডলার।

চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে জ্যামাইকার মতো আনন্দ উৎসবে মাতানোর নায়ক ম্যাকলিওড বলেন, ‘দিনটি আমার ক্যারিয়ারের বিশেষ মুহূর্তের। কারণ, বোল্ট ও থম্পসন যখন ব্যর্থ হলেন, তখন আমার উপর স্বাভাবিকভাবে চাপ সৃষ্টি হয়। সেটা কাটিয়ে সোনা জিততে পারাটা অনেক বড় প্রাপ্তি। বোল্ট ও থম্পসন না পারায় আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম সেরাটা ঢেলে দেওয়ার। সেটা দিতে পেরে আমি আনন্দিত।’

সর্বশেষ খবর