রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এলিয়েনের সঙ্গে খেলছি না

মিডিয়ার মুখোমুখি মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

‘এলিয়েনের সঙ্গে খেলছি না’ -টাইগার দলপতি মুশফিকুর রহিমের এই কথার মধ্যে দারুণভাবে প্রকাশ পেয়েছে টেস্টে বাংলাদেশের শক্তি, সামর্থ্য ও আত্মবিশ্বাস! সত্যিই তো অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা তো আর ভিন গ্রহের প্রাণী‘এলিয়েন’ না যে তাদেরকে হারানো যাবে না। তারাও রক্তে মাংসে গড়া মানুষ। তাদেরকে কেন ঘরের মাঠে হারানো যাবে না? কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেছেন, তার লক্ষ্য ২-০। সাকিব আল হাসান বলেছেন, ২-০ অসম্ভব নয়! গতকাল সংবাদ সম্মেলনে মুশফিকও হাতুরা ও সাকিবকে সমর্থন করে একই কথা বললেন। তবে টাইগার দলপতি সরাসরি হোয়াইটওয়াশের কথা না বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মুশফিক বলেন, ‘ক্রিকেট তো জয়ের জন্যই খেলা। গত এক দেড় বছরে আমরা যেভাবে পারফর্ম করেছি সে বিশ্বাস থেকেই তারা (হাতুরা-সাকিব) বলেছেন হয়তো। অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আমাদের আছে। একটা দলে যখন ছয়-সাতজন পারফর্মার থাকে তখন ভালো ফল আশা করাই যায়। আমাদের আত্মবিশ্বাস আছে। তা ছাড়া আমরা তো আর এলিয়েনের সঙ্গে খেলছি না যে তাদেরকে হারানো যাবে না। এর আগেও আমরা ভালো ভালো দলের বিরুদ্ধে খেলেছি। ভালোও করেছি। তবে ঘরের মাঠের এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’ অভিজ্ঞতার দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ। টাইগাররা খেলতে নামছেন ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে। তবে ভদ্রতার খাতিরে নিজেদেরকে আলাদাভাবে ফেবারিট বলতে চাইলেন না মুশফিক।

বরং দুই দলকেই সমান সমান অবস্থায় রাখলেন, ‘কে ফেবারিট বলা কঠিন। তবে ওদের চেয়ে আমরা অভিজ্ঞ। যেকোনো কন্ডিশনে ভালো করার অভিজ্ঞতা তাদের আছে। তাই এই কন্ডিশনে কাউকে এগিয়ে রাখছি না। আমার কাছে মনে হয় দুই দলের সম্ভাবনাই ফিফটি ফিফটি। এখানে আমাদের বোলিং লাইনআপ অনেক বেশি অভিজ্ঞ। ওদের বোলাররাও ভালো। ওরা যদি অনুশীলন ম্যাচ খেলতো তাহলে আরও ভালো অবস্থায় থাকত। তবে আমি মনে করি মাঠে যারা ভালো করতে পারবে তারাই ম্যাচ জিতবে।’

ঘরের মাঠে অনুষ্ঠিত সব শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মনের মতো উইকেট পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একই রকম উইকেট চান ক্রিকেটাররা। তবে উইকেটের সুবিধা নিতে হলে নিজেদেরকেও উজাড় করে দিতে হবে বলে মনে করেন মুশফিক, ‘উইকেট যেমনই হোক, ভালো খেলতে হবে আমাদের। যদি আমরা ভালো খেলতে না পারি তাহলে উইকেট থেকে সুবিধা নিতে পারব না।’

বাংলাদেশের জন্য ভয়ের কারণ ব্যাটিংয়ে স্টিভেন স্মিথ আর বোলিংয়ে নাথান লিয়ন। স্মিথের গড় ৬১.০৫। অসি অধিনায়ক ৫৪ টেস্টে ২০টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন। তিনটি সেঞ্চুরি করেছেন ভারতের বিরুদ্ধে সব শেষ সিরিজেই। স্মিথ সম্পর্কে মুশফিক বলেন, ‘স্মিথ বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের লক্ষ্য থাকবে, যাতে তাকে দ্রুত আউট করা যায়। এছাড়া ওদের আরও বেশি কিছু বিশ্ব মানের ব্যাটসম্যান আছে। ভালো করতে চাইলে তাদেরকে দ্রুত ফেরাতে হবে। তবে আমি মনে আমাদের বোলারদের সে সামর্থ্য আছে।’

ভারত সফরে লিয়ন একাই নিয়েছেন ১৯ উইকেট। ৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার ঝুলিতে জমা পড়েছে মোট ২৪৭টি উইকেট। তাই লিয়নকে নিয়ে সতর্ক মুশফিক। তবে অসি স্পিনারকে ভয় পাওয়ার কিছু নেই। মুশফিক বলেন, ‘আমাদের এখানকার উইকেটে স্পিনাররাই সাধারণত বেশি সুবিধা পায়। তা ছাড়া আমাদের দলে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটসম্যান রয়েছে। নাথান লিয়নকে খেলা কঠিন হবে। উপমহাদেশে সে দারুণ বোলিং করে। ভারতেও ভালো করেছিল। তবে আমাদের দলে বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে যাদের ভালো করার সামর্থ্য রয়েছে।’

এই টেস্ট ম্যাচটি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০তম ম্যাচ। তাদের জন্যই এই ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখতে চান মুশফিক, ‘বাংলাদেশের ইতিহাসে সেরা দুই ব্যাটসম্যান এক সঙ্গে ৫০তম টেস্ট খেলবে, অবশ্যই এই ম্যাচে ভালো কিছু করার চেষ্টা থাকবে। এমন কিছু করতে চাই, যাতে তাদের কাছে এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর