রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিস্মিত স্মিথ!

ক্রীড়া প্রতিবেদক

রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল, গ্লেন ম্যাকগ্রাদের সঙ্গে তুলনা করা যায় এমন মানের ক্রিকেটার নেই বর্তমান অস্ট্রেলিয়া দলে। এখনকার অসি ক্রিকেটার বলতে শুধুমাত্র স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকেই বুঝায়। বাকিরা মানে পন্টিং যুগের দলের সঙ্গে তুলনা হয় না। বিপরীত অবস্থা বাংলাদেশের। ১১ বছর আগের হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, শাহরিয়ার নাফিসদের চেয়ে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের বর্তমান দল মান, পরিসংখ্যান ও ক্রিকেটীয় মেজাজে এগিয়ে অনেক। বিশেষ করে গত দুই বছরের পারফরম্যান্সে টাইগাররা আত্মবিশ্বাসের চূড়ায় অবস্থান করছে। মুশফিকরা এখন ঘরে-বাইরে জিতছে বলে কয়ে। অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তাই জেতার আশা করছে টাইগাররা। স্বাগতিক ক্রিকেটাররা যখন বলেন, সিরিজে হোয়াইটওয়াশ টার্গেট। তখন বিস্মিত হন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অসি অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়া টেস্ট খেলছে ১৪০ বছর ধরে। পক্ষান্তরে বাংলাদেশের টেস্ট খেলার বয়স মাত্র ১৭ বছর। টেস্ট খেলেছে ১০০টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর