বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘কোথায় নেইমার কোথায় আমি’

ক্রীড়া ডেস্ক

‘কোথায় নেইমার কোথায় আমি’

উসমান ডেম্বলে

রেকর্ড ট্র্যান্সফার ফিতে ব্রাজিলিয়ান তারকা নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনা আক্রমণভাগের শূন্যতা পূরণের চেষ্টায় আছে। এই শূন্যতা পূরণে তারা ফরাসি তারকা উসমান ডেম্বলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল। বুরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় এসেছেন এই ফরাসি তরুণ। নেইমারের শূন্যতা দূর করতেই তাকে দলে নেওয় াহয়েছে। তবে ডেম্বলে জানালেন, তিনি নেইমার নন। ব্রাজিলিয়ান তারকার অভাব পূরণ করতে আসেননি তিনি। গত সোমবার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন ২০ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার। বার্সেলোনায় তার বাই আউট ক্লজ ৪০ কোটি ইউরো। অন্তত ক্লাবের অনুমতি ছাড়া ডেম্বলেকে কিনতে পারছে না কেউ! গত সোমবার চুক্তি শেষে ক্যাম্প ন্যূতে প্রায় ১৭ হাজার সমর্থকের সামনে ডেম্বলেকে উপস্থাপন করে বার্সেলোনা। ভক্তদের সামনেই নেইমারের সঙ্গে নিজের তুলনায় ডেম্বলে বলেন, ‘নেইমার ও আমার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আর আমি তরুণ। দিন দিন আমি উন্নতি করছি। উন্নতি করার ও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি নেইমার নই। তার শূন্যতা পূরণ করতে আসিনি এখানে। এই জায়গায় তাদের একজন খেলোয়াড় দরকার। তারা আমাকে ডেকেছে এবং এই ক্লাবের জন্য আমি আমার সবটুকু দেবো।’ লিওনেল মেসির কথা বিশেষ করে উল্লেখ করে তিনি বলেন, ‘লিওনেল মেসির পাশে খেলতে পারাটা আনন্দের ও সম্মানের ব্যাপার। আমি তার কাছ থেকে শিখতে চাই। তিনি অসাধারণ খেলোয়াড়, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।’ ডেম্বলে ছোটবেলা থেকেই বার্সায় খেলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে তার। এবার দেখা যাক তিনি ভক্তদের স্বপ্ন পূরণ করতে পারেন কি না! নেইমার চলে যাওয়ার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ডেম্বলে বার্সেলোনায় যোগ দিলেন। এর আগে ব্রাজিলের পলিনহো বার্সায় এসেছেন চীনা লিগ থেকে। তবে নেইমারের ১১ নম্বর জার্সি পাচ্ছেন ডেম্বলেই।

সর্বশেষ খবর