শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এখনো আশা ছাড়েনি বাংলাদেশ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

অসিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এখনো জয়ের আশা ছাড়েনি টাইগাররা। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ৭২ রানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এখনো তাদের হাতে রয়েছে এক উইকেটে। চতুর্থ দিনের প্রাথমিক টার্গেট দ্রুত সময়ের মধ্যে অসিদের শেষ উইকেট তুলে নিয়ে বড় একটি লক্ষ্য ছুড়ে দেওয়া। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে গণ মাধ্যমের মুখোমুখি হন মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমরা চতুর্থ দিনের শুরুতেই টার্গেট থাকবে অস্ট্রেলিয়ার বাকি উইকেটটা তুলে নেওয়া। এর পর চেষ্টা থাকবে তাদের বড় টার্গেট দেওয়া। বড় টার্গেট দিতে পারলে এ ম্যাচে জেতা সম্ভব।’

বৃষ্টির কবলে পড়ে ম্যাচের তৃতীয় দিনের বেশ কিছু ওভার নষ্ট হয়েছে। এখনো দুই ইনিংস শেষ হয়নি এ টেস্টের। তারপরও এ পরিস্থিতি থেকে ম্যাচে বের করে আনা সম্ভব তা মনে করে বাংলাদেশের এ বিষ্ময়কর বালক। ম্যাচের এমন পরিস্থিতিতে ড্র না, জয় নাকি অন্য দিকে এমন প্রশ্নের জবাবে,  ‘জেতা এখনো অসম্ভব নয়। কারণ এখনো দুদিন বাকি আছে। তাই অসম্ভব কিছু না।’

ঢাকা টেস্টে নিষ্প্রভ হলেও চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ফিরে এসেছে পুরনো সেই মুস্তাফিজ। কাটার ও স্লোয়ার দিয়ে পরীক্ষা নিয়েছেন অসি ব্যাটসম্যানদের। নিজের পুরনো রূপ ফিরে পাওয়া নিয়ে এ কাটার মাস্টার বলেন, ‘আমি টেস্টে পাঁচ উইকেট পাইনি। চার উইকেট পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চেষ্টা থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চার উইকেট পাওয়ার।’ দ্বিতীয় দিন শেষে নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘কালকে আমরা ৬০ ওভারের মতো বল করেছিলাম। উইকেট দুটি যায়। সকালে কোচ আর মুশফিক ভাই সহ পরিকল্পনা করেছিলাম যে আমরা ট্রাই করব। যাতে উইকেট ফেলতে পারি। উইকেট ফেলতে আমাদের সবার সম্মিলিত চেষ্টা ছিল। আমরা সফল হয়েছি।’ ম্যাচে নিজের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি সাধারণত বাউন্সার কম দিই। দুই বছরের ক্যারিয়ারে খুব কমই বাউন্স দিয়েছি। তবে এখন তা করার চেষ্টা করেছি। ওভারে দুটি বাউন্সার ভালো জায়গায় করতে পারলে ভালো। এতে ব্যাটসম্যানের জন্য অসুবিধা হয়। গত কিছুদিন এ নিয়ে অনুশীলন করেছি। নতুন শেখা বিষয়গুলো অর্ধেক কাজে লাগাতে পেরেছি। অর্ধেক পারিনি। আশা করছি ভবিষ্যতে তা পুরোটাই কাজে লাগতে পারব।

জন্মদিনে পেয়েছেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরিয়ান ওয়ার্নারের উইকেটটি। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে বেশ ফর্মেই রয়েছেন। আইপিলে একই দলে খেলেছেন মুস্তাফিজ ও ওয়ার্নার। তাদের সম্পর্কটাও বেশ গভীর। জম্মদিনের ওয়ার্নারের উইকেট নেওয়া প্রসঙ্গে তুললেই মুস্তাফিজের জবাব, আইপিএলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সবাই উয়িশ করেছে, সেখানে ওয়ার্নারও ছিল।’

 অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো পেসারই চার উইকেট পায়নি। প্রথম ইনিংসে মুস্তাফিজের দখলে আছে তিন উইকেট। আর একটি উইকেট নেওয়ার টার্গেট আছে কিনা-প্রশ্নে মুস্তাফিজ, ‘যে সময় আমি খেলতে নামি চেষ্টা ভালো কিছু করার। সাউথ আফ্রিকার বিপক্ষে চার উইকেট পেয়েছিলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর