বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাসির যখন আম্পায়ার!

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

নাসির যখন আম্পায়ার!

মাঠে ফিল্ডিং করার পাশাপাশি কোনো ক্রিকেটার অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এই দৃশ্য কি কখনো দেখা গেছে? চট্টলার দর্শকরা কাল তাই দেখলেন। মেহেদী হাসান মিরাজের বলে প্যাট কামিন্সের ব্যাটে না লেগে বল প্যাডে আঘাত করলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার নাইজেল লং সেই আবেদনে আঙ্গুল তোলেননি। কিন্তু উইকেট রক্ষক মুশফিক নিশ্চিত ছিলেন এটা আউট। তাই তিনি রিভিউ চেয়ে বসলেন। টিভি আম্পায়ার আলিমদার সব পরীক্ষা-নিরীক্ষা করে আউটের সিদ্ধান্ত দিলেন। মাঠে দাঁড়ানো নাইজেন লং টকিং ব্যাসে শুনলেন টিভি অ্যাম্পায়ারের সিদ্ধান্ত। এরপরই তিনি নিজের ভুল স্বীকার করে প্যাট কামিন্সকে আউটের ঘোষণা দিলেন। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ফিল্ডার নাসির হোসেন।  নাইজেন তা খেয়াল করেননি। নাইজেন যখন আঙ্গুল তুলে কামিন্সকে আউট দিলেন। বাদ গেলেন না নাসিরও। তিনিও দুষ্টুমি করে আঙ্গুল তুললেন। দেখে তাকে মনে হচ্ছিল আম্পায়ারই। নাইজেন ল যেভাবে নিজের ভুল স্বীকার করে আউটের ঘোষণা দিলেন, সেটাও অভিনয় করে দেখালেন নাসির। ক্রিকেট সাধারণত এমন দৃশ্য দেখা যায় না। গতকাল নাসির যা করলেন তা নিয়ে শুধু গ্যালারিই নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হাসতে বাধ্য হয়েছেন। ভিআইপি গ্যালারিতে বসা বিসিবির এক পরিচালক বলে উঠলেন নাসির অবসর নেওয়ার পর ভালো আম্পায়ার হতে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর