বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভেনেজুয়েলায় হোঁচট আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

ভেনেজুয়েলায় হোঁচট আর্জেন্টিনার

পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠার সম্ভাবনা উজ্জ্বল করে দিয়েছিল চিলি। সুযোগও ছিল লিওনেল মেসি, পাওলো দিবালাদের। বুয়েন্স আয়ার্সে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল ভেনেজুয়েলা। কিন্তু জিততে পারলেন না মেসিরা। ১-১ গোলে ড্র করে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকল। এই ড্রয়ে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগটি ফের আশঙ্কার বেড়াজালে আটকে পড়ল জোর্জে স্যাম্পাওলির আর্জেন্টিনার। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের সুযোগ নেওয়া ব্রাজিলও জিততে পারেনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে। এই ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। তিন নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৬। ২৭ পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে দ্বিতীয় স্থানে উঠতে ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। ইকুয়েডেরকে ২-১ গোলে হারিয়ে চার নম্বর স্থানে এখন পেরু। পয়েন্ট ২৪ হলেও গোল পার্থক্যে পেছনে ফেলেছে আর্জেন্টিনাকে। হেরে যাওয়া ইকুয়েডরের পয়েন্ট ২০ এবং প্যারাগুয়ের পয়েন্ট ২১। চার নম্বরে উঠার সুযোগ হাতছাড়া করেছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। বলিভিয়ার কাছে দলটি হেরেছে ১-০ গোলে। হেরে যাওয়ায় দলটির পয়েন্ট এখন ২৩। ল্যাটিন আমেরিকা থেকে সরাসরি চারটি দল এবার বিশ্বকাপ খেলবে। ব্রাজিল ছাড়া বাকি তিন দলের লড়াইয়ে টিকে আছে উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, চিলির। এখনো দুই রাউন্ডের খেলা বাকি। আর্জেন্টিনার পরের দুই ম্যাচের একটির প্রতিপক্ষ পেরু। বুয়েন্স আয়ার্সে লড়বে দুই দল। দুই দলের প্রথম পর্বের লড়াই ২-২ গোলে ড্র হয়েছিল। মেসিদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর।

 প্রথম লেগে বুয়েন্স আয়ার্সে দলটির কাছে হেরেই বিশ্বকাপ মিশন শুরু করেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরশু ঘরের মাঠে ৯ মিনিটে প্রথম সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা। ডি মারিয়ার বাড়ানো বলে শট নিতে চেষ্টা করেন ইকার্দি। কিন্তু সেটা ক্লিয়ার করেন ভেনেজুয়েলার রক্ষণভাগ। ১৭ মিনিটে দিবালার কাটব্যাকে শট নেন বানেগা। বল ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক ফারিনেস। ২২ মিনিটে নিশ্চিত গোল রক্ষা করেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ৫১ মিনিটে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে বোকা বানিয়ে গোল করেন জন মুরিইয়ো(১-০)। ৫৪ মিনিটে সমতা আনেন মেসিরা। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে আকুনার ক্রস বিপদমুক্ত করতে যেয়ে নিজ জালে ঠেলে দেন ভেনেজুয়েলার রক্ষণভাগের রলফ ফেলচার (১-০)। এরপর আর্জেন্টিনা চেষ্টা করেছে। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট হারিয়েই ম্যাচ শেষ করে ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।  

সর্বশেষ খবর