শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এর পরও নির্ভার রিয়াল

ক্রীড়া ডেস্ক

এর পরও নির্ভার রিয়াল

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় নেমে গেছে ৮ নম্বরে! একদিকে লিওনেল মেসি ৯ গোল করে আছেন সবার উপরে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোলের খাতাটাই খুলতে পারেননি। এতকিছুর পরও হতাশ নন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। তার দৃষ্টিতে এমনটা হতেই পারে। এতে ঘাবড়ে যাবার মতো কিছু নেই। আগের মতোই নির্ভার হয়ে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। আজ তারা লা লিগায় অ্যালাভেসের মুখোমুখি হচ্ছে। মাঠে নামছে বার্সেলোনাও। কাতালানদের প্রতিপক্ষ আজ জিরোনা। এ ছাড়াও অ্যাটলেটিকো খেলতে নামছে সেভিয়ার বিপক্ষে। গত ম্যাচের পরই রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছিলেন, ‘আমরা পয়েন্ট হারিয়েছি। এটা মোটেও সুখের কিছু নয়। কিন্তু এখনো অনেক ম্যাচ বাকি। ঘরের মাঠে তিনটা বাজে ম্যাচ নিশ্চয়ই আমাদের পরিশ্রম ব্যর্থ করে দেবে না।’ দীর্ঘদিন পর তারা পরাজয়ের স্বাদ পেয়েছে লা লিগায়। এর আগেও দুই ম্যাচ ড্র করে চার পয়েন্ট হারিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সেলোনা। কাতালানদের ১৭ গোলের ৯টিই মেসির। রিয়াল গোল করেছে মাত্র ৯টি। সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় থাকলেও ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় রয়েছে জিদানের কণ্ঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর