শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুশফিক নন কিপার লিটন

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকুর রহিম শুধুমাত্র স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে খেলুন।  উইকেটের পেছনে গ্লাভস অন্য আরেকজন দাঁড়াক। টিম ম্যানেজমেন্টের বহুদিনের ইচ্ছা। এই চাওয়া পাওয়া নিয়ে পরোক্ষভাবে শীতল একটি লড়াই চলছিল মুশফিকের সঙ্গে টিম ম্যানেজমেন্টের। টাইগার টেস্ট অধিনায়ক সবসময়ই চেয়েছেন উইকেটের পেছনে থাকতে। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহে চাইছেন ব্যাটসম্যান মুশফিককে। এই শীতল যুদ্ধের বোধ করি অবসান ঘটতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টিম ম্যানেজেমেন্টের ইচ্ছায় একাদশে এসেছেন লিটন দাস। তাই উইকেটের পেছনে গ্লাভস হাতে সরে দাঁড়াতে হল মুশফিককে। লিটনই কিপিং করছেন। মুশফিক এখন অধিনায়ক ও ব্যাটসম্যান। লিটনের খেলার বিষয়টি আগের রাত পর্যন্ত নিশ্চিত ছিল না। টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় ছিল সৌম্য সরকারের ফিটনেসের। কারণ ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম চাওয়া সৌম্য। কিন্তু সকালে ফিটনেস টেস্টে পাস করতে না পারায় একাদশে থাকতে পারেননি বাঁ হাতি ওপেনার। তখনই ব্যাটিং গভীরতা বাড়াতে নেওয়া হয় লিটনকে। অবশ্য লিটনকে প্রথম থেকেই খেলানোর ইচ্ছা ছিল কোচের। সৌম্য খেললে হয়তো বাদ পড়তেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুর্ভাগ্য হউক আর সৌভাগ্য হউক টিম ম্যানেজমেন্টের ইচ্ছাতেই শেষ পর্যন্ত মুশফিককে খেলতে হচ্ছে ব্যাটসম্যান হিসেবে। অবশ্য ২০০৫ সালে লর্ডসে মুশফিকের অভিষেক হয়েছিল ব্যাটসম্যান হিসেবে। পরে অবশ্য খালেদ মাসুদ পাইলটের জায়গায় কিপার হিসেবে খেলতে থাকেন মুশফিক। ২০১৫ সালে ভারতের বিপক্ষে লিটনের অভিষেকের পর বেশ অনেকগুলো টেস্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন মুশফিক। সেঞ্চুরিও রয়েছে তার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর