শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্ঘটনায় আহত আগুয়েরো

ক্রীড়া ডেস্ক

শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, দুর্দান্ত খেলছেন চ্যাম্পিয়ন্স লিগেও। সার্জিও আগুয়েরো; আর্জেন্টাইন স্ট্রাইকার। পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটির তুরুপের তাস তিনি। দলটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও। যে কোনো পজিশন থেকে গোল করার ক্ষমতা থাকায় সিটির সমর্থকরা তাকে আদর করে ডাকেন ‘গোল মেশিন’ বলে। সেই আগুয়েরো সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পাঁজরের বেশ কয়েকটি হাড় ভেঙেছে আগুয়েরোর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে তার দুর্ঘটনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আগামী দুই-তিন দিন বিরতি বলে সিটি তারকা ম্যানচেস্টার থেকে উড়ে গিয়েছিলেন আমস্টার্ডাম। কলম্বিয়ান সংগীত তারকা মালুমার কনসার্ট দেখে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। কনসার্ট থেকে বিমানবন্দরে ফিরতে একটি ট্যাক্সি ভাড়া করে রওনা দেন। দুর্ভাগ্যক্রমেই সেই ট্যাক্সিটা রাস্তার পাশে দাঁড়ানো ল্যাম্পপোস্টে আঘাত হানে। ওই আঘাতে ট্যাক্সির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায় আগুয়েরোর। আর্জেন্টাইন ফুটবলারের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ইনডিপেন্ডিয়েন্ট। সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো আহত হওয়ায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালের শেষ দুটি ম্যাচ খেলতে নাও পারেন। ৫ অক্টোবর পেরু ও ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে খেলা দুটি আর্জেন্টিনার জীবন-মরণ ম্যাচ। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলতে দুটি ম্যাচই জিততে হবে আর্জেন্টিনাকে। এমন পরিস্থিতিতে আগুয়েরোর দুর্ঘটনা শঙ্কায় ফেলে দিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬) আর্জেন্টিনাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর