শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রংপুর রাইডার্সের মাঠে নামার প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

রংপুর রাইডার্সের মাঠে নামার প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে বিপিএল। ৪ নভেম্বর মাঠে গড়াবে অর্থের ঝনঝনানির সাত দলের পঞ্চম আসর। বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় অনুশীলন শুরু হয়নি দলগুলোর। তবে আগামীকাল শুরু হতে যাচ্ছে দলগুলোর অনুশীলন। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স অনুশীলনে নামছে কাল। একই দিন অনুশীলন করবে খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন শুরু করবে বৃহস্পতিবার। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, রানার্সআপ রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস অনুশীলনে নামবে ২৯ অক্টোবর। এই প্রথম বিপিএলে সংশ্লিষ্ট হলো বসুন্ধরা গ্রুপ। রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েই শিরোপা প্রত্যাশী দল গড়েছে। দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক। তিনি জানিয়েছেন রংপুর অনুশীলনে নামবে ২৫ অক্টোবর, ‘বুধবার অনুশীলন শুরু করবে দল। বিসিবি একাডেমি মাঠে আমরা অনুশীলন করব।’ দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকুলামদের মতো তারকা ক্রিকেটার। দলটির কোচিং করাবেন সাবেক অসি অলরাউন্ডার টম মুডি। দলের অনুশীলন শুরু হবে বুধবার এবং বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিবেন ২৭ অক্টোবর শুক্রবার।  গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অনুশীলন শুরু করবে ২৯ অক্টোবর। বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে দলটি। দলের কর্মকর্তা সাইফুল ‘৩০ অক্টোবর দলের অনুশীলনে যোগ দিবেন বিদেশি ক্রিকেটাররা।’ রাজশাহীর অনুশীলন শুরু ২৯ অক্টোবর। একাডেমি মাঠে দুদিন অনুশীলনের পর সিলেটে চলে যাবে দলটি। সেখানেই শুরু প্রথম পর্বের খেলা। রাজশাহীর কোচ সারোয়ার ইমরান বলেন, ‘৩১ অক্টোবর বিদেশি ক্রিকেটাররা যোগ দিবেন।’ খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলটি অনুশীলন করবে নিজেদের ইউল্যাব মাঠে বুধবার। অনুশীলনের দিনই সকালে ঢাকায় পা রাখবেন কোচ মাহেলা জয়বর্ধনে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুতে অধিনায়কত্ব করতে পারবেন না তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফরে উরুকে ব্যথা পাওয়ায় শনিবার ঢাকায় ফিরেছেন তামিম। ফলে বিপিএলের শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন না। তার জয়াগায় নেতৃত্ব দিবেন ইমরুল কায়েস। দলটি ২৬ অক্টোবর সিলেটে অনুশীলন শুরু করবে। দলটির কোচ সালাউদ্দিন। চিটাগাং ভাইকিংস অনুশীলন করবে ২৯ অক্টোবর। এরপর সিলেট যাবে আসরে অংশ নিতে। সিলেট সিক্সার্সে অনুশীলন শুরু বুধবার। ৪ নভেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। ১২ ডিসেম্বর ফাইনাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

 

সর্বশেষ খবর