শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এবার সাকিবদের সামনে টি-২০

ক্রীড়া প্রতিবেদক

এবার সাকিবদের সামনে টি-২০

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। দুই সিরিজের এক ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি টাইগাররা। বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচই হেরে গেছে বাজেভাবে। ওয়ানডে সিরিজে হারের পর মাশরাফি বলেছেন, ‘ভুল সংশোধন করতে না পারলে সামনের সিরিজগুলো আরও কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদসংকেত। এ থেকে খেলোযাড়দের শিক্ষা নিতে হবে।’ এবার বাংলাদেশের সামনে টি-২০ সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথমটি ২৬ নভেম্বর। টি-২০ সিরিজ বলেই হয়তো আশাবাদী হতে পারে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে কোনো ফেবারিট নেই। এক ওভারে কখনো বা এক বলেও খেলা বদলে যেতে পারে। এর বড় উদারহণ হয়তো শ্রীলঙ্কা। এর আগে লঙ্কানরাও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ও ওয়ানেডে সিরিজে নাকানিচুবানি খাওয়ার পর টি-২০ সিরিজে জিতেছে। তাই টি-২০ না খেললেও সংক্ষিপ্ত এই ফরম্যাট ফল আশাবাদী মাশরাফি, ‘দক্ষিণ আফ্রিকায় এসে শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-২০ সিরিজ জিতেছিল। তাই আমার মনে হয় টি-২০তে ওদের হারানো সম্ভব। টি-২০তে ওরা কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে। তবে বাংলাদেশকে ভালো খেলতে হবে। আমরা সব শেষ শ্রীলঙ্কায় যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলেই ভালো কিছু করা সম্ভব।’ টি-২০তে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। টেস্টে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম, ওয়ানডেতে দলকে জাগাতে পারেননি মাশরাফিও। এবার সাকিব কি পারবেন টি-২০তে সাফল্য নিয়ে আসতে?

দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছেন না সাকিব। তারপরেও আশাবাদী। এছাড়া কোনো উপায়ও তো নেই। কারণ বাংলাদেশ দল যে পরাজয়ের বৃত্তে আটকে গেছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো জয় নেই। টেস্ট ও ওয়ানডেতে আগের সফরগুলোতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ।  এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি বাংলাদেশের মাটিতে দুটি দক্ষিণ আফ্রিকার। চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা প্রথম টি-২০তে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ২০০৮ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে জোহানেসবার্গে ডি/এল পদ্ধতিতে ১২ রানে হেরে যায়। বাকি দুই ম্যাচে ঢাকায় ৫২ ও ৩১ রানে হেরে গেছে। এবার কি পারবে বাংলাদেশ!

সর্বশেষ খবর