শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অ্যারচ্যারির গো ফর গোল্ড

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকে এখন পর্যন্ত বাংলাদেশের পদক জেতা সম্ভব হয়নি। সেই স্বপ্ন পূরণে অ্যারচ্যারি ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে। অধরাকে স্পর্শ করতে তীর এবার অ্যারচারি ফেডারেশনকে সহযোগিতা করতে এগিয়ে এলো। গতকাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সিটি গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক সোয়েব মো. আসাদুজ্জামান ও অ্যারচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল চুক্তিতে স্বাক্ষর করেন। ‘গো ফর গোল্ড’ ভিশনকে সামনে রেখে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। যার মধ্যে রয়েছে জেলা পর্যায় থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে তরুণ তীরন্দাজদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া।

সর্বশেষ খবর