বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিপিএলের টিকিট নিয়ে তুলকালাম

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বিপিএলের টিকিট নিয়ে তুলকালাম

হাজারো দর্শকের ভিড়ে টিকিট পেয়ে উল্লসিত কয়েকজন তরুণ —বাংলাদেশ প্রতিদিন

টিকিট বিক্রি শুরু হবে পরদিন সকাল ১০টায়। কিন্তু আগের রাত ১০টা থেকেই টিকিট বিক্রির বুথের সামনে ক্রীড়াপ্রেমীদের ভিড়। এ দৃশ্য সিলেট জেলা স্টেডিয়ামের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের উদ্বোধনী ম্যাচের টিকিট নিয়ে সিলেটে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটেছে। হাজার হাজার ক্রীড়াপ্রেমীদের চাপ সামলাতে হিমশিম খেয়েছেন সংশ্লিষ্টরা। দফায় দফায় লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। মাথাও ফেটেছে একজনের। বিসিবি সংশ্লিষ্টরা আগে জানিয়েছিলেন, ইউসিবিএল ব্যাংকের তিনটি শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে। কিন্তু সোমবার রাতে হুট করে জানানো হয়, শুধুমাত্র সিলেট জেলা স্টেডিয়ামের বুথে মঙ্গলবার সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে। এ খবর পাওয়ার পর সোমবার রাত দশটা থেকেই হাজার হাজার ক্রিকেটপ্রেমী ভিড় করেন জেলা স্টেডিয়ামের বুথে। তাই গতকাল সকাল হওয়ার আগেই সেই ভিড় স্টেডিয়ামের সীমানা ছাড়িয়ে মূল সড়ক ও আশপাশে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ১০টায় টিকিট বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টা পরেই জানানো হয়, ২০০ টাকার টিকিট ফুরিয়ে গেছে। এরপর টিকিট কিনতে আগ্রহীদের ৫০০ ও ২ হাজার টাকার টিকিট কিনতে বাধ্য করেন সংশ্লিষ্টরা। তবে অনেকের কাছে এ পরিমাণ টাকা না থাকায় দীর্ঘ কয়েক ঘণ্টা লাইনে অপেক্ষায় থাকার পর তারা শূন্য হাতেই ফিরে যান।

সরজমিনে দেখা যায়, বিপিএলের উদ্বোধনী দিনের টিকিট কালোবাজারিদের হাতে ঘুরছে। অনেককে ২০০ টাকার টিকিট ১ হাজার ২০০ টাকা দিয়ে বিক্রি করতে দেখা গেছে। গতকাল দুপুর ১২টার দিকে টিকিট বিক্রির ১নং কাউন্টারের দায়িত্বে থাকা জাকির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, পর্যাপ্ত পরিমাণ টিকিট রয়েছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ালে সবাই টিকিট পাবেন। তবে এর মাত্র ১০ মিনিট পরেই জাকির টিকেট প্রত্যাশীদের উদ্দেশ্যে জানান, ২০০ ও ৫০০ টাকার টিকিট শেষ হয়ে গেছে।

 

সর্বশেষ খবর