বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রস্তুত রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুত রংপুর রাইডার্স

টি-২০ ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টটি মাঠে গড়াতে শুধু সময়ের অপেক্ষা। বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী শনিবার। সাত দলের টি-২০ টুর্নামেন্টে অংশ নিতে সবগুলো ফ্র্যাঞ্চাইজি এখন সিলেটে। শিরোপার টার্গেটে দল গড়ে রংপুর রাইডার্স গতকাল দুপুরে পৌঁছেছে হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) পুণ্যভূমি সিলেটে। ৪ নভেম্বর সিলেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। দ্বিতীয় ম্যাচেই ময়দানি লড়াইয়ে নামবে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স। প্রতিপক্ষ রাজশাহী কিংস। গতকাল দুপুরে সিলেট পৌঁছার বিষয় নিশ্চিত করেন দলের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। একদিনের বিশ্রাম শেষে আজ বিকালে অনুশীলন করার পরিকল্পনা রয়েছে রংপুরের। এরই মধ্যে সিলেট অবস্থান করছে সিলেট সিক্সার্স, ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৮ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রংপুর রাইডার্স।    

শিরোপার জন্য এবার শক্তিশালী দল গড়েছে রংপুর। এবারই প্রথম বিপিএলের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে বসুন্ধরা গ্রুপ। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভালো দল গড়েছে। দলটির কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি। টি-২০ ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের। আইপিএলে তিনি দুটি দলকে কোচিং করিয়েছেন এবং শ্রীলঙ্কা জাতীয় দলেরও কোচ ছিলেন। তার অভিজ্ঞতা ও তীক্ষ্ন মেধা রংপুরকে শিরোপা জয়ে সহায়তা করবে। এছাড়া দলটির অধিনায়ক বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। যিনি অধিনায়ক হিসেবে গত চার আসরের প্রথম তিনটিতেই শিরোপা জিতেছেন। তার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথম দুই আসরে এবং তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা উপহার দিয়েছেন। অভিজ্ঞতায় দলটি এবার বেশ পরিপক্ব। দলে মাশরাফি ছাড়াও রয়েছেন আব্দুর রাজ্জাক রাজ, ইলিয়াস সানি, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজীদের মতো ম্যাচ উইনার। এছাড়া মোহাম্মদ মিথুনও রয়েছেন তরুণ ক্রিকেটার হিসেবে। বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ও টি-২০ স্পেশালিস্ট রবি বোপারা, স্যাম হেইনম আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারীরা এরই মধ্যে দলে যোগ দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর