সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুবাদের টিকে থাকার লড়াই

প্রতিপক্ষ উজবেকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

যুবাদের টিকে থাকার লড়াই

ওয়ার্ম আপে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল —বাফুফে

কঠিন লড়াইয়ে মুখোমুখি অনূর্ধ্ব-১৯ দল। আজ তাজিকিস্তানে গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময়ে বিকাল তিনটায় ম্যাচটি শুরু হবে। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে উজবেকিস্তানের ছয়। প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ড্র। পরেরটা মালদ্বীপকে ১-০ গোলে হারায়। উজবেকিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ১০-০, মালদ্বীপকে ৬-০ গোলে পরাজিত করে। বাংলাদেশের যুবাদের সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স চোখে পড়ার মতো। কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারবে কী? এশিয়ান ফুটবলে অন্যতম শক্তিশালী তারা। বাংলাদেশ জিতবে এই আশাও করা যায় না। তবে বেস্ট রানার্সআপের আশা জিইয়ে রাখতে কমপক্ষে ড্র করতে হবে। আর জিতে গেলে তা দেশের ফুটবলে বড় প্রাপ্তি। হারলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি বাংলাদেশের আনুষ্ঠানিকতায় পরিণত হবে। তাজিকিস্তান দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে পরাজিত করে। সেক্ষেত্রে গোল পার্থক্যে তারা সুবিধাজনক স্থানে আছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর