সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শুরুতেই আলো ছড়াচ্ছেন বিদেশিরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জয়ের জন্য মরিয়া ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলাচ্ছে প্রতি ম্যাচেই। বিদেশি ক্রিকেটারদের ওপর এই আস্থার প্রতিদানও পাচ্ছে তারা। বিপিএলের পঞ্চম আসরের শুরুর তিনটি ম্যাচে আলো ছড়িয়েছেন বিদেশি ক্রিকেটাররা। এসব ম্যাচে ম্যাচসেরার পুরস্কার উঠেছে বিদেশি তারকা ক্রিকেটারদের হাতে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পর্দা ওঠে বিপিএলের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। ওই ম্যাচে ঢাকার পক্ষে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আরেক বিদেশি এভিন লুইসের ব্যাট থেকে। ঢাকার দেওয়া ১৩৬ রানের লক্ষ্য লঙ্কান উপুল থারাঙ্গা আর উইন্ডিজ আন্দ্রে ফ্লেচারের ব্যাটে ভর করে পেরিয়ে যায় সিলেট সিক্সার্স। থারাঙ্গা ৪৮ বলে ৬৯ রানে থাকেন অপরাজিত, ফ্লেচারের ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৩। ম্যাচসেরার পুরস্কার ওঠে থারাঙ্গার হাতে। সেদিন রাতে অপর ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। রাজশাহী কিংসের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন স্যামি। রাজশাহীর ১৫৫ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে রবি বোপারা আর থিসেরা পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় রংপুর রাইডার্স। ম্যাচসেরার পুরস্কার ওঠে রবি বোপারার হাতে। গতকাল দিনের প্রথম ম্যাচে জয় পায় সিলেট সিক্সার্স। টসে হেরে ব্যাট করতে নেমে ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ৪৭ বলে ৬০ রানের দারুণ ইনিংসে ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে উপুল থারাঙ্গার ৪০ বলে ৫১ আর আন্দ্রে ফ্লেচারের ২৯ বলে ৩৬ রানে ভর করে শেষ ওভারে নাটকীয় জয় পায় সিলেট সিক্সার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর