মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তামিম মুস্তাফিজকে মিস করছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

তামিম মুস্তাফিজকে মিস করছে বিপিএল

বিপিএলের চার নম্বর আসরে খেলেননি। ইনজুরি তাকে খেলতে দেয়নি। তারপরও তার ইমেজটাকে ব্যবহার করেছিল ঢাকা ডায়নামাইটস। ছিলেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মুস্তাফিজুর রহমান; বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা। ব্লক বাস্টার বিপিএলে এবার ‘আইকন’ ক্রিকেটার ছিলেন বরিশাল বুলসের। কিন্তু নিষিদ্ধ হওয়ায় খেলতে পারছে না বরিশাল। তাই দলশূন্য হয়ে পড়েন মুস্তাফিজ। দেশসেরা বোলার যাতে বিপিএলের বাইরে না থাকেন, সেজন্য নিলামে তোলা হয় তাকে এবং দলভুক্ত করে ঢাকা ডায়নামাইটস। দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বন্দরনগরী চট্টগ্রামের ছেলে। গত কয়েক আসরে চট্টগ্রামের হয়ে মাঠ মাতিয়েছেন। এবার দল পরিবর্তন করে নাম লিখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দুই দেশসেরা ক্রিকেটার দুই দলের প্রাণভোমরা। অথচ ইনজুরি তাদের মাঠে নামতে দিচ্ছে না। দুই ক্রিকেটারের ব্যাটিং ও বোলিং সৌকর্য দেখার সৌভাগ্য হচ্ছে না ক্রিকেট জ্বরে আক্রান্ত সিলেটের ক্রিকেটপ্রেমীরা। ইনজুরি থেকে সুস্থ হয়ে মুস্তাফিজের কাটার দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা চট্টগ্রাম পর্বে। তামিম সিলেট পর্বে না নামলেও ঢাকায় খেলবেন, এটা প্রায় নিশ্চিত। তামিম দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিলেন পায়ে। ব্যথার জন্য প্রথম টেস্ট মিস করেন তামিম। তবে দ্বিতীয়  টেস্টে নামেন। এরপর একটি ওয়ানডে খেললেও টি-২০ সিরিজ মিস করেন। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় বিপিএলের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না নিজেই জানিয়েছেন তামিম। পরশু কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম মাচে হেরে যায় স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে। দর্শক হয়ে খেলা দেখেছেন তামিম। আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কুমিল্লা, প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। আজও দর্শক হয়েই থাকবেন। তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছেন মুস্তাফিজ। কিন্তু গোড়ালীতে ব্যথা পাওয়ায় ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে পারেননি। ফিরে আসেন সিরিজ শেষ না করেই। সেই ইনজুরিই এখন তার বড় বাধা। বিপিএল মাঠে গড়ালেও ‘কাটার মাস্টার’ সিলেট আসেননি ঢাকা ডায়নামাইটসের হয়ে। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্বে দলের সঙ্গে থাকবেন। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ২৪ নভেম্বর চট্টগ্রামে শুরু তৃতীয় পর্ব। সেখানে তিনি দলের সঙ্গে যাবেন, তবে প্রথম থেকেই খেলবেন কিনা, এখনও নিশ্চিত নয়।

বিপিএলে খেলছেন আন্দ্রে ফ্লেচার, রবি বোপারা, উপল থারাঙ্গা, জশ বাটলার, কিয়েরন পোলার্ড, মারলন স্যামুয়েলসদের মতো তারকা ক্রিকেটার। তাদের চার-ছক্কায় মুগ্ধ সিলেটবাসী। কিন্তু তামিম ও মুস্তাফিজের মতো দুই বিশ্বমানের তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে আসর জৌলুস হারাচ্ছে, ছন্দ নেই কোনো।               

 

সর্বশেষ খবর