মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়াকে ২৬২ রানে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়াকে ২৬২ রানে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া যুব কাপ ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে পাহাড়সম ব্যবধানে জয়ের দুই নায়ক তৌহিদ ও সাইফ হাসান —সৌজন্যে

আগামী বছর নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। তার আগে যুবারা প্রস্তুতি হিসেবে পেয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। মালয়েশিয়ায় চলমান যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেলেন সাইফ হাসানরা। গতকাল স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়েছে ২৬২ রানের পাহাড়সম ব্যবধানে। প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ২ উইকেটে। নেপাল টুর্নামেন্টে আপসেট ঘটায় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে। টানা দুই জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ ভারতের বিপক্ষে খেলতে নামবে। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন এবং বিদায় নিবে ভারত। নেপালের বিপক্ষে কার্টেল ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিলেন সাইফরা। ওই জয়ের পর গতকাল আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকদের। প্রথমে ব্যাট করে টাইগার যুবারা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৫ রান করে। ৩৬ রানে দুই ওপেনার নাইম শেখ (১৩) ও পিনাক ঘোষকে(১২) হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে যুবারা। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হাসান ২০৮ বলে ১৯২ রানের জুটি গড়েন। এই জুটিতে ভর করেই পাহাড়সম স্কোর গড়ে। সাইফ নার্ভাস নাইনটিজের ঘরে পৌঁছে ৯০ রানে সাজঘরে ফিরেন। ১০৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অধিনায়কের বিদায়ের পর চার নম্বর জুটিতে তৌহিদ জুটি বাধেন আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে। দুজনে যোগ করেন ৪৬ রান। তৌহিদ দলীয় ২৭৪ রানে সাজঘরে ফিরেন। এর আগে খেলেন ১২০ রানের নান্দনিক ইনিংস। ১২০ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। স্বাগতিকদের পক্ষে খায়ের ৭৮ রানের খরচে নেন ৪ উইকেট। ৩৩৬ রানের টার্গেটে খেলতে নেমে মালয়েশিয়া পুরো ৫০ ওভার ব্যাটিং করেন। কিন্তু স্কোর বোর্ডে লেখা ছিল ৮ উইকেটে ৭৩! টাইগার যুবাদের বোলারদের ছিল মিতব্যয়ী হওয়ার লড়াই। নাঈম হাসান ১০ ওভারে কোনো উইকেট পাননি। কিন্তু রান দিয়েছেন মাত্র ৮! মেডেন ছিল ৭টি। শাখাওয়াত হোসেন ১০ ওভারে ১৮ রানের খরচে নেন ৩ উইকেট। আফিফ হোসেন ১০ ওভারে দেন ১৯ রান। অধিনায়ক সাইফ ৯ ওভারে রান দেন ৭। স্বাগতিকদের ইনিংসে একটি মাত্র দুই অংকের স্কোর ছিল। ওপেন করতে নেমে ভিরানদ্বীপ সিং ১২০ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। মালয়েশিয়ার গোটা ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ৫টি এবং সবগুলোই ভিরানদ্বীপের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৩৫/৬, ৫০ ওভার (পিনাক ১২, নাইম শেখ ১৩, সাইফ ৯০, তৌহিদ ১২০, আফিফ ২১, আমিনুল ৩৯*, অঙ্কন ১৬, নাইম ৪*। হাফিজ ৪/৭৮)

 মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ৭৩/৮,  ৫০ ওভার (ভিরানদ্বীপ ৪৬। শাখাওয়াত ৩/১৮, রনি ১/১১, আফিফ ২/১৯)

 

সর্বশেষ খবর