মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাতুরার পদত্যাগে মুশফিকও অবাক

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই ‘মুশফিক-হাতুরাসিংহে’ তিক্ত সম্পর্ক সবাই জেনে যায়। অধিনায়ক হয়েও নিজের পছন্দের জায়গায় ফিল্ডিং করতে পারেননি টাইগার দলপতি। তারপর আরও নানা বিষয় সামনে চলে আসে। কোচের ক্ষমতার বিষয়টিও সামনে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে আলোচনা-সমালোচনা। এরপর হঠাৎ করে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন চন্ডিকা হাতুরাসিংহে। তবে সম্পর্ক যেমনই হোক এমন কথা শুনে অবাক হয়েছেন মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘সিদ্ধান্ত কি হয়েছে বলতে পারছি না। আর সবার মতো আমিও বিস্মিত হয়েছি। কারণ শেষ সফরেও আমরা এক সঙ্গে ছিলাম। এক সঙ্গে কাজ করেছি। জানি না কী কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। আপাতত আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। সব ঠিকঠাক হয়ে গেলে ভালো।’ হাতুরার পদত্যাগে বিসিবি একটু সময় নিচ্ছে নতুন কোচ নিয়োগে। নতুন কোচ নিয়োগের আগে খালেদ মাহমুদকে দায়িত্ব দিতে পারে বোর্ড।

সর্বশেষ খবর