মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাকিবে মুগ্ধ নারাইন

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে সাকিব আল হাসান ও সুনীল নারাইন খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বিপিএলেও এবার একই দলে দুই স্পিনার। তবে পার্থক্য এটুকুই যে, এখানে সাকিবের নেতৃত্বে খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজের এই রহস্যময়ী স্পিনারকে। তবে বিশ্বসেরা অল রাউন্ডারের নেতৃত্বে মুগ্ধ ক্যারিবীয় স্পিনার। সাকিবের নির্ভার নেতৃত্বে দারুণ খুশি নারাইন। সাকিবের নেতৃত্বে গত আসরে বিপিএলের শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। এবারও দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলটি। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হারলেও পরের দুই ম্যাচেই জিতেছে ঢাকা। আজ খুলনা টাইটানসের বিরুদ্ধে মাঠে নামছে দলটি। সাকিবের নেতৃত্ব সম্পর্কে নারাইন বলেন, ‘ও ভালো করছে। দলের সবাইকে নিয়ে এগোচ্ছে। দলের সব সদস্যের শক্তিমত্তা দেখেই সিদ্ধান্ত নিচ্ছে কাকে কিভাবে ব্যবহার করবেন। সাকিব অধিনায়ক হিসেবে অনেক নির্ভার। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই পাচ্ছে।’ নারাইনের বল খেলা সব সময়ই ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের। আগের ম্যাচেই টি-২০তে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। তবে এ নিয়েও মোটেও উচ্ছ্বসিত নন। বরং নারাইনের উইকেট ক্ষুধা আরও বেড়ে গেছে, ‘সব সময়ই আমার চেষ্টা থাকে ভালো কিছু করার। আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু অজর্ন করতে পারব। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। সেভাবেই এগিয়ে যেতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর